গত ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৫ আনন্দ ও ভক্তিপূর্ণ পরিবেশে প্রতিমায়

শ্রীশ্রীদুর্গাপূজা রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ : গত ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৫ আনন্দ ও ভক্তিপূর্ণ পরিবেশে প্রতিমায় শ্রীশ্রীদুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই কয়দিন আবহাওয়া মনোরম ছিল, যদিও শেষের দুদিন সামান্য বৃষ্টিপাত হয়। প্রতিদিনই হাজার হাজার ভক্ত দেবীপ্রতিমা দর্শন করেন। মহাষ্টমীতে ৪৬,০০০ ও চারদিন মিলিয়ে প্রায় ১,০০,০০০ ভক্ত প্রসাদ গ্রহণ করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের নিম্নলিখিত ৩৭টি শাখাকেন্দ্রে (ভারত) প্রতিমায় শ্রীশ্রীদুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে—আঁটপুর, আসানসোল, বারাসাত, বিলাসপুর, বোরঝার, ছত্রপুর (রায়গঞ্জের অধীন), কাঁথি, কোচবিহার, দিল্লি, ধলেশ্বর, ডিগবয়, গড়বেতা, ঘাটশিলা, গুয়াহাটি, গোয়ালিয়র, হাফলং, জলপাইগুড়ি, জামশেদপুর, জয়রামবাটী, কৈলাশহর, কামারপুকুর, কাসুন্দিয়া, লখনৌ, মালদা, মেদিনীপুর, মুম্বাই, পাটনা, রহড়া, সাহুডাঙ্গি, শেলা (সোহরার অধীন), শিলং, শ্যামসায়র, শিলচর, শিলিগুড়ি, শ্রীভূমি (করিমগঞ্জ), শ্রীবিজয়পুরম (পোর্ট ব্লেয়ার) এবং বারাণসী অদ্বৈত আশ্রম। উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, কামারপুকুর : গত ৫ অগস্ট ২০২৫ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই আশ্রমের অতিথিনিবাস ও গাড়ি পার্কিঙের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (RKMVERI), বেলুড় : গত ৬ থেকে ১২ অগস্ট ২০২৫ ‘সংস্কৃত সপ্তাহ’-এর উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মঠ, পুনে : গত ৯ অগস্ট ২০২৫ শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজের পুণ্য জন্মতিথিতে ‘বিবেকানন্দ ইনস্টিটিউট অব হিউম্যান এক্সেলেন্স’-এর উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এই উপল‌ক্ষে গত ৮ থেকে ১০ অগস্ট ভজন, জনসভা, যুবসম্মেলন প্রভৃতির মাধ্যমে তিনদিনব্যাপী অনুষ্ঠান উদ্‌যাপিত হয়। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, কোয়েম্বাতুর : গত ১৯ ও ২০ অগস্ট ২০২৫ এই বিদ্যালয়ে রাজ্যস্তরে ফুটবল, সিটিং ভলিবল, কাবাডি ও ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। তামিলনাড়ুর ২৫টি জেলার ৩৩টি দলের ২৮২ জন বিশেষভাবে স‌ক্ষম প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। নতুন কেন্দ্র স্থাপন ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত অসমের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, বোরঝারকে অধিগ্রহণ করে গত জুলাই ২০২৫ রামকৃষ্ণ মিশনের একটি নতুন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই উপল‌ক্ষে গত ১০ অগস্ট সকালে বিশেষ পূজা ও...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in