আধুনিক ভারতীয় চিত্রশিল্পের অন্যতম পথিকৃৎ হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এদেশের
আধুনিক ভারতীয় চিত্রশিল্পের অন্যতম পথিকৃৎ হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এদেশের আধুনিক চিত্রকলা প্রসঙ্গে তাঁর ছবির বিশ্লেষণ বিশেষ গুরুত্বের দাবি রাখে। যদিও এই স্তরে আমাদের আলোচনা আবর্তিত হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ‘মা’—এই বিষয়কে কেন্দ্র করে, তবুও এই মহান শিল্পীর শিল্পজীবনের উন্মেষে কীভাবে বিভিন্ন ধারা এসে মিশেছে, সে-সম্পর্কে পাঠকের কাছে খানিকটা আলোকপাত করা প্রাসঙ্গিক বলে মনে হয়। অবনীন্দ্রনাথের বেড়ে ওঠা তৎকালীন শিল্পচর্চার প্রাণকেন্দ্র কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, তথাপি শিল্পশিক্ষার প্রাথমিক স্তরে তিনি একাধিক বিদেশি চিত্রশিল্পীর কাছে শিল্পশিক্ষা গ্রহণ করেছেন। সিগনর গিলহার্ডির সহায়তায় তিনি প্যাস্টেল, জলরং, তেলরং ইত্যাদি রীতি অত্যন্ত দক্ষতার সঙ্গে আয়ত্ত করেন। এর পাশাপাশি শেখেন বাস্তবধর্মী ছবি আঁকার বিভিন্ন পশ্চিমি রীতিনীতি। মানুষের প্রতিকৃতি অঙ্কনের শৈলীও করায়ত্ত করেন সহজেই, যদিও এই পশ্চিমি শিক্ষারীতি তাঁর মোটেই ভাল লাগেনি। পশ্চিমি ধারায় অঙ্কনশিক্ষা অনেকাংশেই অনুকরণধর্মী, অর্থাৎ চোখের সামনে বিদ্যমান বস্তুকে দেখে তার অনুরূপ ছবি নির্মাণ করা। যদিও সেই রীতি আয়ত্ত করাও খুব একটা সহজ কথা নয়, তবু অবন ঠাকুরের সদাজাগ্রত শিল্পিমন নতুন কিছু সৃষ্টির জন্য উন্মুখ হয়ে ওঠে। সর্বোপরি নিজের দেশের শিল্প-ঐতিহ্যের পুনরুত্থান নিয়ে তিনি খুব গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন। এই প্রসঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ নাম আর্নেস্ট বেনফিল্ড হ্যাভেল। তিনি ছিলেন তৎকালীন কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যক্ষ ও শিল্প-ঐতিহাসিক। ভারত-শিল্পের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ। তাঁরই অনুপ্রেরণায় ও সহায়তায় অবনীন্দ্রনাথ মুঘল ও রাজপুত অনুচিত্র (miniature painting) গভীরভাবে অনুশীলন করেন। চিত্রকলায় তাঁর অসীম দক্ষতা দেখে হ্যাভেল তাঁকে গভর্নমেন্ট আর্ট কলেজের উপাধ্যক্ষ হিসাবে নিযুক্ত করেন। ভারতীয় চিত্রকলা কোনোকালেই কূপমণ্ডূক নয়—চিরকালই নিজেকে বিশ্বশিল্প-চেতনার দিকে মেলে ধরেছে, অথচ নিজে থেকেছে আত্মস্থ। একথা অবনীন্দ্রনাথ স্পষ্টতই বুঝতেন। এই বোধ থেকেই তাঁর শিল্পসাধনার এক নতুন দিগন্ত খুলে যায়। প্রাচ্য ও পাশ্চাত্যের ধারা মিলেমিশে এক মাধুর্যে পরিপূর্ণ শৈলীর জন্ম হয় তাঁর তুলিতে। আমরা যদি তাঁর ‘কৃষ্ণলীলা’ সিরিজের ছবিগুলি দেখি, তাহলেই বুঝব কীভাবে সেগুলি আদ্যোপান্ত পুরাণভিত্তিক ছবি হয়েও আধুনিকতার আঙিনায় পদার্পণ করেছে। ঠিক এইখানেই তাঁর ছবির...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
