বাঁকুড়ার অন্তঃপাতী গ্রাম জয়রামবাটীর কোল ছুঁয়ে কুলুকুলু বয়ে চলেছে আমোদর নদ। সেই

বাঁকুড়ার অন্তঃপাতী গ্রাম জয়রামবাটীর কোল ছুঁয়ে কুলুকুলু বয়ে চলেছে আমোদর নদ। সেই শীতল ধারা ছাড়িয়ে আরো বেশ খানিক এগলে কোয়ালপাড়া। এখানকার নিরিবিলিতে এক কুটিরে মা এসে থাকতেন মধ্যে মধ্যে। তাঁর স্নেহকণায় আজও এখানকার আকাশ-বাতাস সিক্ত। আশ্রমের সাদা মাটিতে যেন চন্দনের পেলবতা। আর সুকুমার তরু-গুল্ম-লতাগুলি তাঁকেই দিয়ে চলেছে সমস্ত বর্ণ ও বাস। জননীর চরণচিহ্ন বুকে ধরে এ-ভূমিভাগ নাম পেয়েছে ‘জগদম্বা আশ্রম’। যাঁকে পেতে মহাযোগী ধ্যান ধরে, তিনিই মিশে রয়েছেন তার অঙ্গশোভার ধূলায় ধূলায়। এই গর্ব তাকে অহংকারী করেনি মোটে; বরং মাতৃসুধায় বিগলিত করেছে। তার মনোবাসিনীর আসনতলে দেশ-বিদেশের অগণিত জনকে সে আমন্ত্রণ জানিয়েছে সবিনয়ে। অন্তরে তো তার অমেয় শান্তির খনি। তার কুটিরপ্রান্তে একবার যে এসে পড়েছে, প্রাণ তার স্বতই গেয়ে ওঠে—‘উঠ গো করুণাময়ী, খোল গো কুটীর-দ্বার।’ এই আকুলতাটুকু জাগাতেই এ-ভূমিভাগের আনন্দ, শ্যামলশ্রী ধরে রয়েছে।  

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in