গত ৮-৯ ফেব্রুয়ারি ২০২৫ শোভাযাত্রা, বিশেষ পূজা প্রভৃতির মাধ্যমে বাৎসরিক
বেলডাঙ্গা সারদা রামকৃষ্ণ পাঠচক্র, মুর্শিদাবাদ : গত ৮-৯ ফেব্রুয়ারি ২০২৫ শোভাযাত্রা, বিশেষ পূজা প্রভৃতির মাধ্যমে বাৎসরিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী রামভদ্রানন্দ ও স্বামী সাধ্যানন্দ। প্রায় ১,৫০০ ভক্ত বসে প্রসাদ পান। গুসকরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ কালচারাল সেন্টার, পূর্ব বর্ধমান : গত ৮-৯ ফেব্রুয়ারি ২০২৫ বর্ণাঢ্য শোভাযাত্রা, যাত্রাপালা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিেবক পরিচিতি পরীক্ষা, পুরস্কার বিতরণ প্রভৃতির মাধ্যমে বার্ষিক ভক্ত মিলনোৎসব অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী অজ্ঞেয়ানন্দ ও স্বামী ইষ্টব্রতানন্দ। প্রায় ৪,০০০ ভক্ত বসে প্রসাদ পান। বেহালা বিবেকভারতী ওয়েলফেয়ার সোসাইটি, কলকাতা : গত ৯ ফেব্রুয়ারি ২০২৫ বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈদিক মন্ত্রপাঠ, ভজন প্রভৃতির মাধ্যমে নতুন ভবনের দ্বারোদ্ঘাটন ও ভাষণ প্রদান করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। এই উপলক্ষে ভক্তিগীতি, সাধুসেবা প্রভৃতি অনুষ্ঠিত হয়। প্রায় ৬০০ ভক্ত এই উৎসবে উপস্থিত ছিলেন। বিরাটী শ্রীরামকৃষ্ণ ভক্ত সংঘ, কলকাতা : গত ১৬-১৭ ফেব্রুয়ারি ২০২৫ বিশেষ পূজা, পাঠ, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে বাৎসরিক উৎসব পালিত হয়। ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী সত্যেশানন্দ, প্রব্রাজিকা অজ্ঞেয়প্রাণা, স্বামী সিদ্ধেশানন্দ, স্বামী স্তুতানন্দ ও কুসুম ভট্টাচার্য। প্রায় ১,৩০০ ভক্ত হাতে হাতে প্রসাদ পান। বুদবুদ শ্রীরামকৃষ্ণ সারদা পাঠচক্র (আশ্রম), পূর্ব বর্ধমান : গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ বিশেষ পূজা, বর্ণাঢ্য শোভাযাত্রা, সংগীত প্রভৃতির মাধ্যমে বাৎসরিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী অমলাত্মানন্দ, স্বামী হিতরূপানন্দ ও ডঃ কুমারেশ চট্টোপাধ্যায়। প্রায় ২,৪০০ ভক্ত ও অনুরাগী বসে প্রসাদ পান। এদিন ৬০ জন দুঃস্থ নরনারীকে নতুন ধুতি, শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বৈদিক স্তোত্রপাঠ, বিশেষ পূজা, প্রসাদ বিতরণ প্রভৃতির মাধ্যমে মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। কৈগেড়্যা রামকৃষ্ণ সেবা সমিতি, পশ্চিম মেদিনীপুর : গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০২৫ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাক্রমে যুবসম্মেলন ও বাৎসরিক উৎসব পালিত হয়। এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন স্বামী নিত্যযুক্তানন্দ, স্বামী হররূপানন্দ, অরুণ কুমার বেরা ও ডাঃ সুকুমার গোস্বামী। ২৪ ফেব্রুয়ারি ২,০০০ ভক্ত প্রসাদ পান। রতনপুর মা সারদা...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
