গত ২৫ জুন ২০২৫ ‘ব্রহ্মানন্দ সাধুনিবাস’-এর দ্বারোদ্ঘাটন করেন
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন, কল্যাণী : গত ২৫ জুন ২০২৫ ‘ব্রহ্মানন্দ সাধুনিবাস’-এর দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ। ২৭ জুন রথযাত্রার দিন তিনি মন্দিরে শ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের নতুন প্রতিকৃতি স্থাপন করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, গড়বেতা : গত ৫ জুলাই ২০২৫ সংস্কার করা শ্রীরামকৃষ্ণ-মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ। এই উপলক্ষে বিশেষ পূজা, চণ্ডীহোম অনুষ্ঠিত হয়। বহু সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন। রামকৃষ্ণ মিশন, নরোত্তমনগর : গত ২৪ জুলাই ২০২৫ কর্মী ও অতিথিনিবাস ‘প্রেমানন্দ ভবন’-এর দ্বারোদ্ঘাটন করেন শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ। ২৬ জুলাই তিনি একটি তোরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরিদর্শন রামকৃষ্ণ মিশন আশ্রম, সোহরা (চেরাপুঞ্জি) : গত ১৩ জুলাই ২০২৫ ভারত সরকারের ফাইন্যান্স ও কর্পোরেট দপ্তরের মন্ত্রী মাননীয়া নির্মলা সীতারমণ এই কেন্দ্র পরিদর্শন করেন। রামকৃষ্ণ মিশন আশ্রম, চণ্ডীগড় : গত ২১ জুলাই ২০২৫ হরিয়ানার রাজ্যপাল মাননীয় অসীমকুমার ঘোষ এই কেন্দ্র পরিদর্শন করেন। সম্মানলাভ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বিবেকনগর : এই কেন্দ্রের বিদ্যালয় তিন বছরের জন্য ‘আই.এস. ও. ২১০০১ : ২০১৮ সার্টিফিকেশন ফর এডুকেশনাল অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেমস’ লাভ করেছে। নতুন কেন্দ্র স্থাপন ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত অন্ধ্রপ্রদেশের নেলোরের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমকে অধিগ্রহণ করে গত সেপ্টেম্বর ২০২৪ রামকৃষ্ণ মিশনের একটি নতুন কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এই ঘটনার স্মরণে গত ১ জুন ২০২৫ বিশেষ পূজা ও জনসভা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রের ঠিকানা : Ramakrishna Mission, 3rd Mile, Navalakula Gardens, Mypadu Beach Road, Nellore, Andhra Pradesh 524002, e-mail : nellore@rkmm.org বহির্ভারত বেদান্ত সোসাইটি অব বার্কলে, ইউ.এস.এ. : স্বামী বিবেকানন্দের সান ফ্রান্সিস্কো বে এরিয়া পরিদর্শনের ১২৫ বছর উপলক্ষে বর্ষব্যাপী উৎসবের অঙ্গ হিসাবে গত ফেব্রুয়ারি থেকে জুলাই ২০২৫ সান ফ্রান্সিস্কোয় ভারতের কনস্যুলেট জেনারেলের সঙ্গে যৌথ উদ্যোগে আন্তর্ধর্মীয় অনুষ্ঠান, আধ্যাত্মিক শিবির এবং আলোচনা অনুষ্ঠিত হয়।রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, দিনাজপুর, বাংলাদেশ : গত ৪-৫ জুলাই ২০২৫ স্বামী বিবেকানন্দের বাংলাদেশে আগমনের ১২৫ বছর উপলক্ষে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
