শ্রীরামকৃষ্ণ বলেছেন, যিনি কালী তিনিই ব্রহ্ম। কথামৃত-এ শ্রীরামকৃষ্ণ-মুখে বহুবার
কর্পূরাদিস্তোত্রম্(বিমলানন্দ স্বামী-বিরচিত টীকা-সহ)সম্পাদক : উপেন্দ্রকুমার দাসপ্রকাশক : স্বামী সুপর্ণানন্দসম্পাদকরামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ককলকাতা-৭০০০২৯৫০.০০ শ্রীরামকৃষ্ণ বলেছেন, যিনি কালী তিনিই ব্রহ্ম। কথামৃত-এ শ্রীরামকৃষ্ণ-মুখে বহুবার ব্যক্ত হয়েছে দেবী কালীর স্বরূপ। জগন্মাতা দক্ষিণাকালীর বীজমন্ত্র, যন্ত্র, সাধন বর্ণিত হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক উপেন্দ্রকুমার দাস প্রণীত কর্পূরাদিস্তোত্রম্ গ্রন্থে। বীজমন্ত্রের ব্যাখ্যাতা টীকাকার বিমলানন্দ স্বামী। পূর্বপ্রকাশিত Hymn to Kali Karpuradi Stotra গ্রন্থটিকে লেখক আকরগ্রন্থরূপে গ্রহণ করে মূল সংস্কৃত শ্লোক ও টীকা লিপিবদ্ধ করে এবং সকল সাংকেতিক শব্দের ব্যাখ্যা-সহ বঙ্গানুবাদ করে আলোচ্য গ্রন্থটি সম্পাদনা করেছেন। এই গ্রন্থে যেমন দক্ষিণাকালীর মন্ত্রোদ্ধার করা হয়েছে, সেইসঙ্গে দশমহাবিদ্যার অন্যতমা দেবী তারা ও ত্রিপুরসুন্দরীর মন্ত্র ও রহস্যপূজাও স্থান পেয়েছে। কালীতত্ত্ব জানতে ও অনুধ্যান করতে যাঁরা আগ্রহী—তাঁরা গ্রন্থটি অবশ্যই সংগ্রহে রাখবেন। অনুবাদের ভাষা সহজ, ব্যাখ্যা প্রাঞ্জল। গ্রন্থরূপ পাত্রে কালীনামসুধা পান করে পাঠকের অন্তর চেতনার আলোকে উদ্ভাসিত হবে বলেই আমাদের বিশ্বাস।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
