২২ জুলাই ১৮৮৩, শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-এর পাতায় শ্রীরামকৃষ্ণের বাঙ্ময় উপস্থিতি
২২ জুলাই ১৮৮৩, শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-এর পাতায় শ্রীরামকৃষ্ণের বাঙ্ময় উপস্থিতি—শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন : “ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রীরূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন। তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মনকরীকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন।” শুনে রাখাল বলছেন : “মন-মত্ত-করী!” শ্রীরামকৃষ্ণ আরো সংযোজন করে বলছেন : “সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে।”১ এখানে শ্রীরামকৃষ্ণ মনকে মত্তহস্তীর সাথে তুলনা করেছেন এবং কেমন করে এই দুর্দমনীয় মনকে নিজের বশে আনা যায় সেই রহস্যভেদ করতে গিয়ে জগদ্ধাত্রীতত্ত্বের উত্থাপন করেছেন। দেবীর ধ্যানমন্ত্রে এই জগদ্ধাত্রীরূপের বর্ণনা বিধৃত রয়েছে—দেবী সিংহস্কন্ধে আরূঢ়া, নানা অলংকারে ভূষিতা। দুই বামহস্তে শঙ্খ ও ধনু এবং দুই দক্ষিণহস্তে চক্র ও বাণ। তাঁর শ্রীঅঙ্গে নাগরূপ উপবীত, পরিধানে রক্তবস্ত্র। তাঁর বর্ণ প্রাতঃসূর্যের ন্যায় রক্তিম। তিনি জগতে সুন্দরীতমা। নারদ প্রমুখ মুনিগণ তাঁকে অর্চনা করছেন। তাঁর নাভিতে ত্রিবিধ বলী বলয়াকারে শোভিত। তিনি মৃদুহাস্যরতা, দেহে সুবর্ণের আভা, বরপ্রদা, নবযৌবনসম্পন্না, পীনোন্নতপয়োধরা। তিনি করুণা ও অমৃতবর্ষী দৃষ্টিতে সাধককে দেখেন। রত্নদ্বীপে মহাদ্বীপে অধিষ্ঠিতা সেই ভবগেহিনীকে ধ্যান করবে।২ দেবীমূর্তিতে দেখা যায়, সিংহ ভীষণ উদ্যম সহকারে একটি উদ্দামহস্তীকে বা একটি ছিন্নগজমুণ্ডকে পদতলে নিয়ন্ত্রণে এনে দণ্ডায়মান। শ্রীরামকৃষ্ণের উক্তি এবং এই মূর্তিতত্ত্ব অবলম্বনে মনকে জয় করার প্রক্রিয়ায় কয়েকটি দিক লক্ষণীয়। ‘সিংহবাহিনীর সিংহ’ হস্তীর সঙ্গে মহাসংগ্রামে রত এবং বিজয়প্রাপ্ত দেবীবাহন সিংহ সাধকের প্রবল উদ্যম ও পরাক্রমের প্রতীক। নিজের মনের সঙ্গে যুদ্ধে সাধকের এইপ্রকার তেজ ও শক্তির প্রয়োজন। মহাবীর্যের প্রতিমূর্তি মহাসিংহের ধ্যানমন্ত্রে এই পরাক্রম বিধৃত রয়েছে—“দেব্যাঃ পাদতলে সংস্থং গজমুণ্ডবিনাশনম্।/ দৈত্যরক্তাক্তবদনং ধ্যায়েৎ সিংহং নখায়ুধম্।”৩ এই সিংহ জীবভাব-হননেচ্ছু সাধক। মনরূপ মত্তহস্তীর সঙ্গে লড়াই এবং তার জন্য প্রয়োজনীয় পুরুষকারের কথা শ্রীমা সারদাদেবীও বলছেন : “মন না মত্ত হস্তী, মা! হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। তাই সদসৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্যে।”৪ অন্যদিকে, জীবের আমিত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ মনকে নিয়ন্ত্রণ করা কঠিন। কারণ, এই অামিত্ব থেকেই আসে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
