পূর্ণচন্দ্র ঘোষের মনে খুব অশান্তি, সহ্যের সীমা অতিক্রম করিয়াছে। শ্রীরামকৃষ্ণের অতি
পূর্ণচন্দ্র ঘোষের মনে খুব অশান্তি, সহ্যের সীমা অতিক্রম করিয়াছে। শ্রীরামকৃষ্ণের অতি স্নেহধন্য ছিলেন তিনি। একদিন স্থির করিলেন আত্মহত্যা করিবেন। স্নান সারিয়া তৈরি হইয়া হঠাৎ ভাবিলেন একটু কথামৃত পড়িবেন—যে-পৃষ্ঠাটি প্রথম খুলিবেন, তাহাতে ঠাকুরের যে-কথাটি রহিয়াছে, তাহা লইয়া ধরাধাম ত্যাগ করিবেন। কথামৃত খুলিতেই আসিল—‘ঠাকুর পূর্ণর জন্য চিন্তা করিতেছেন।’ তৎক্ষণাৎ সকল ভাবনা দূর হইয়া গেল। মনে হইল, ঠাকুরই তো তাঁহার জন্য ভাবিতেছেন। তিনি আত্মহত্যার সংকল্প ত্যাগ করিলেন। এই কাহিনি স্বামী শুদ্ধানন্দ এক যুবককে শুনাইয়া বলিয়াছিলেন : “দেখ ‘কথামৃত’ খুব পড়বে। ঠাকুরের নিজ মুখের কথা সব—খুব জাগ্রত গ্রন্থ।” ক্ষণিকের শ্রীরামকৃষ্ণ-ভাবনা যদি পূর্ণর জীবন ফিরাইয়া দিতে পারে, তাহা হইলে কথামৃত-এর পাতায় পাতায় ছড়াইয়া থাকা অমৃতকথা আমাদের জীবনে যে কত মূল্যবান ভূমিকা লইতে পারে তাহা বলিবার অপেক্ষা রাখে না। কথামৃত শ্রীরামকৃষ্ণের অমৃত বাণী। এই মহাগ্রন্থ কীভাবে রচিত হইয়াছিল সেই প্রসঙ্গে শ্রীম বলিয়াছেন : “আমি তাঁর কথামৃত স্মৃতিতে বহন করে আনতাম এবং বাড়িতে এসে ডায়েরীতে তার সংক্ষিপ্ত নোট লিখে রাখতাম। অনেক সময় এক-একদিনের কথার নোট সাতদিন ধরে স্মৃতি থেকে বের করে লিখতাম। তাঁর এক-একটি কথার জন্য আমি চাতকের মতো চেয়ে থাকতাম। ডায়েরীর নোট থেকে পুস্তকাকারে বহু পরে ‘কথামৃত’ লিখিত হয়। এক-একটি scene আমি হাজার বারেরও বেশি ধ্যান করেছি। কাজেই বহু পূর্বে অনুষ্ঠিত সেই লীলাকথা আমার চোখের সামনে ঠাকুরের কৃপায় জীবন্ত হয়ে আসত, যেন এইমাত্র দেখে এলাম—পঞ্চাশ বৎসর পূর্বে এই ঘটনা অনুষ্ঠিত হলেও। কাজেই এইভাবে বলা যেতে পারে যে, ঠাকুরের সম্মুখেই লেখা হয়েছে।” ১১ মার্চ ১৯০২ শ্রীরামকৃষ্ণ-জন্মতিথির দিন উদ্বোধন কার্যালয় থেকে গ্রন্থাকারে প্রকাশিত হইয়াছিল শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-এর প্রথম ভাগ। ইহার পর মাস্টার মহাশয় বাকি অংশ প্রকাশের সাহস করিতে পারিলেন না। এই মানসিক দ্বন্দ্বে শ্রীরামকৃষ্ণ তাঁহাকে পথপ্রদর্শন করিলেন। ১৪ অক্টোবর দেবীপক্ষের একাদশীর দিন শ্রীরামকৃষ্ণ প্রসন্নমুখে স্বপ্নে দর্শন দিয়া বলিলেন : “তোমার আমি ভার নিয়ে রয়েছি। তোমাকে আমি ধরে আছি। কেন এত ভাব?” মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণের নিকট ক্ষমাপ্রার্থনা করিলে তিনি বারংবার আশ্বস্ত করিলেন। ইহার পরই...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
