তোমার দেহ হোক ‌ক্ষেত্র, সুকার্যের বীজ বপন কর সেই ‌ক্ষেত্রে। ঈশ্বরের নামের দ্বারা

কৃষকের প্রতি—তোমার দেহ হোক ‌ক্ষেত্র, সুকার্যের বীজ বপন কর সেই ‌ক্ষেত্রে। ঈশ্বরের নামের দ্বারা সেই ‌ক্ষেত্রে জলসিঞ্চিত কর এবং তোমার অন্তর করুক কর্ষণ। তাহলে ঈশ্বর তোমার অন্তরে অঙ্কুরিত হবেন, তোমার মুক্তিলাভ ঘটবে। ব্যবসায়ীর প্রতি—জীবন ‌ক্ষণস্থায়ী, এই জ্ঞানই হোক তোমার দোকান এবং ঈশ্বরের কথা হোক মূলধন। প্রার্থনা ও ধ্যান হোক পাত্র এবং সেই পাত্রগুলো ঈশ্বরের কথায় পূর্ণ কর। সৈনিকের প্রতি—সততা হোক তোমার অশ্ব এবং সংযমের পোশাকে ভূষিত হয়ে সত্যের তলোয়ার ও ঢাল নিয়ে জীবনযুদ্ধে অবতীর্ণ হও তুমি। গৃহস্থের প্রতি—তোমার অন্তরে রয়েছে ঈশ্বর, তঁাকে অন্যত্র খুঁজছ কেন? সবার উপরে সত্যের স্থান। কিন্তু সত্যজীবন আরও উপরে। সকলের মাঝে যিনি সেই পরমপিতাকে দেখতে পান তিনিই ধার্মিক। পার্থিব সকল প্রলোভনের মাঝে থেকেও যিনি শুদ্ধচিত্ত তিনিই ধর্মের অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করেছেন। —গুরু নানক

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in