স্বামী বিবেকানন্দের বাল্যকাল থেকে অন্তিম জীবন পর্যন্ত ঘটনাগুলি লেখিকা এমনভাবে
স্বামী বিবেকানন্দের চিকিৎসা ও চিকিৎসক প্রসঙ্গসম্পাদিকা : ড. সংঘমিত্রা চৌধুরীপ্রকাশক : স্বামী সুপর্ণানন্দসম্পাদকরামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ককলকাতা-৭০০০২৯৪২৫.০০ “ডঃ সঙ্ঘমিত্রা চৌধুরী এ-যাবৎ শ্রীশ্রীঠাকুর ও শ্রীশ্রীমায়ের চিকিৎসা এবং চিকিৎসকদের কথা লিখে পাঠক-মহলে বিশেষ পরিচিত হয়েছেন। আমরা ভেবেছিলাম স্বামীজীর উপর এ বিষয়ে হস্তক্ষেপ করতে ভয় পাবেন তিনি।—না। তিনি এই দুঃসাহসিক কাজটিও যথাসম্ভব শেষ করে উঠেছেন।”—‘প্রকাশকের নিবেদন’-এ স্বামী সুপর্ণানন্দের এই মন্তব্যটি বিশেষ তাৎপর্যপূর্ণ। বাস্তবিক কাজটি ছিল অত্যন্ত দুরূহ। আর এখানেই ‘অভীঃ’ মন্ত্রের দিশারির উজ্জ্বল আলোকপ্রদান। তাঁর কাজে নিবেদিতপ্রাণ মানুষ ভয়কে জয় করতে শেখে—বয়স যাই হোক না কেন। লেখিকাকে আন্তরিক অভিনন্দন। তিিন এক অভিনব দৃষ্টিকোণ গ্রহণ করেছেন। চিকিৎসা ও চিকিৎসক প্রসঙ্গ কীভাবে নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দের জীবনে ছড়িয়ে ছিল, তা উপস্থাপিত করেছেন গভীর অধ্যবসায়ের সঙ্গে—শৈশবের দুর্ঘটনায় চিকিৎসকের সহায়তা থেকে শুরু করে অন্তিমকালে এলবুমেনুরিয়ার মতো জটিল রোগের চিকিৎসা পর্যন্ত। স্বামী বিবেকানন্দের জীবনপথে চিকিৎসা ও চিকিৎসকের ভূমিকা ছিল যথেষ্ট। তাঁর বিবিধ চিকিৎসা সংক্রান্ত বিষয় তথা চিকিৎসকদের কেন্দ্র করে রচিত এই গ্রন্থ সেই বিষয়টিকেই তুলে ধরে। এই গ্রন্থের অধ্যায়-বিন্যাস প্রশংসনীয়। স্বামী বিবেকানন্দের বাল্যকাল থেকে অন্তিম জীবন পর্যন্ত ঘটনাগুলি লেখিকা এমনভাবে উপস্থাপন করেছেন যে, পাঠক তাঁর জীবনচরিতের একটি সংক্ষিপ্ত রূপরেখাও পান। শুধু ঘটনাবলির ধারাবিবরণ নয়—স্বামীজীর শারীরিক অসুস্থতার কারণ, অলৌকিক উপায়ে ব্যাধি থেকে মুক্তিলাভের কথা, শৈশবে দৈবকৃপায় রোগনিরাময়ের অভিজ্ঞতা, কিংবা জীবনের শেষপ্রান্তে কবিরাজি চিকিৎসার প্রয়াস—সবই যথাযথ তথ্য ও উদ্ধৃতি সহযোগে বিবৃত হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে সেইসব চিকিৎসকের প্রসঙ্গ, যঁারা প্রত্যক্ষভাবে স্বামীজীর চিকিৎসায় যুক্ত ছিলেন। গ্রন্থটির অন্যতম আকর্ষণ—যেসকল ভক্ত, সন্ন্যাসী ও গুণগ্রাহী চিকিৎসা-পেশার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের সঙ্গে স্বামীজীর সম্পর্কের বিবরণ। এই তালিকায় নাগ মহাশয়, রামচন্দ্র দত্ত, চুনীলাল বোস থেকে শুরু করে নাঞ্জুন্ডা রাও, প্রিন্স উডস, অ্যালবার্ট হিলার প্রমুখ অনেকেই আছেন। এতে শুধু চিকিৎসক-পরিচয় নয়, বরং স্বামীজীর সমকালীন সমাজ ও চিকিৎসা-সংস্কৃতির এক মূল্যবান ছবিও ফুটে উঠেছে। লেখিকা প্রায় ৭৬ জন চিকিৎসকের সন্ধান দিয়েছেন এই গ্রন্থে, তাঁদের মধ্যে প্রায় ৩৫ জনের দুর্মূল্য আলোকচিত্র...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
