উদ্বোধন-এর গত জ্যৈষ্ঠ ১৪৩২ সংখ্যায় চিরশ্রী বন্দ্যোপাধ্যায়ের ‘মা যখন পত্রলেখিকা’

উদ্বোধন-এর গত জ্যৈষ্ঠ ১৪৩২ সংখ্যায় চিরশ্রী বন্দ্যোপাধ্যায়ের ‘মা যখন পত্রলেখিকা’ প্রবন্ধটি পড়ে ঋদ্ধ ও মুগ্ধ হলাম। এতদিন পর্যন্ত শ্রীশ্রীমায়ের সম্বন্ধে যা পড়েছি তার মধ্যে এই লেখাটি আমার কাছে বেশ নতুন ধরনের মনে হলো। মায়ের কথা যেভাবেই পড়ি বা শুনি তা অমৃতের মতোই। তবে পত্রলেখিকা মায়ের সম্বন্ধে বিশেষভাবে ভাবার সুযোগ তেমন হয়নি। এখানে মাকে আমরা এক নতুন রূপে চিনতে পারি। এই নাতিদীর্ঘ প্রবন্ধটিতে মায়ের জীবনের কত না দিক তুলে ধরেছেন লেখিকা! এই প্রবন্ধের সঙ্গে দেওয়া মায়ের ছবি, তাঁর পত্রের প্রতিলিপি ও নিজের হাতে লেখা ‘মা’ সইটি যেন হৃদয়ে মুদ্রিত হয়ে থাকে। পার্বতী সেন ভট্টাচার্যআনন্দ মোহন বসু রোড, কলকাতা-৭৪

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in