এই যাত্রায় গন্তব্য সেই সোনামুখীর বাজারে। কিন্তু ‘বাজার’ কেন? আর ‘খেপা মনোহর’ই বা
“চলো মন সোনামুখীর বাজারেযেখানে খেপা মনোহর অভাজনেঅকাতরে প্রেম বিতরে।” এই যাত্রায় গন্তব্য সেই সোনামুখীর বাজারে। কিন্তু ‘বাজার’ কেন? আর ‘খেপা মনোহর’ই বা কোন মহাজন, যিনি অভাজনে অকাতরে প্রেম বিলাতেন? এই দুই প্রশ্নের উত্তর আপাতত তোলা থাক। এখন শুধু চলেছি সেই প্রেমখেপা মনোহরদাসের স্বেচ্ছাপ্রয়াণ উপলক্ষে অন্ততপক্ষে আড়াইশো বছর ধরে চলে আসা রামনবমীর মহোৎসবের মেলায়, যা তিনদিন ধরে চলে। তবে আজ রামনবমী নয়, পরের দিন। হাওড়ার রামরাজাতলার মতো হুগলি জেলার এক মহকুমা শহর শ্রীরামপুরের নামকরণও তো রামমন্দিরের কারণে। খুঁজলে পশ্চিমবাংলায় অন্তত ডজনখানেক শ্রীরামপুর মিলবে। শ্রীচৈতন্যের অতি ঘনিষ্ঠ পরিকর ও সংস্কৃতে প্রথম চৈতন্যজীবনীকার মুরারি গুপ্ত রামায়েত ছিলেন। মুর্শিদাবাদের মালিহাটি গ্রামে রামনবমীতে দেড়শো বছর ধরে বিখ্যাত বৈষ্ণব পণ্ডিত ও সাধক রাধামোহন ঠাকুরের তিরোভাব দিবস সাড়ম্বরে পালিত হয়ে আসছে। আর সোনামুখীর কথা তো বলাই হলো। উদাহরণ বাড়িয়ে লাভ নেই। তবে নদীমাতৃক বাংলার জল-হাওয়ার গুণে রণরঙ্গিণী কালী-দুর্গা যেমন অস্ত্র ছেড়ে ঘরের মেয়েটি হয়ে যান, তেমনি রামচন্দ্রও এখানে শান্ত সীতাপতি হয়ে গেছেন। বাঁকুড়া এবং বিষ্ণুপুর থেকে সোনামুখীর দূরত্ব যথাক্রমে ১৮ এবং ৩১ কিলোমিটার। জেলা বাঁকুড়া, পরগনা বিষ্ণুপুর। কলকাতা থেকে লোকাল ট্রেনে মসাগ্রাম কিংবা এক্সপ্রেস ট্রেনে দুর্গাপুর, বাঁকুড়া বা বিষ্ণুপুরে নেমেও সোনামুখী যাওয়া যায়। বর্ধমান, আসানসোলের সঙ্গেও সোনামুখীর যোগাযোগ-ব্যবস্থা মন্দ নয়। বহু প্রাচীন দেবী স্বর্ণমুখীর অধিষ্ঠানস্থল বলে স্থাননাম স্বর্ণমুখী। দেবীদর্শনের সময়ে তাঁর কথা বিশদে বলা যাবে। ১৮৮৬-তে এটি বাঁকুড়া জেলার তৃতীয় পুরসভা হলেও গ্রাম সোনামুখীর প্রাচীনত্বের সঠিক হিসাব পাওয়া কঠিন। তবে অন্তত শ-পাঁচেক বছর আগেও এখানে একাধিক গ্রাম ছিল, যেগুলি মিলিয়ে আজকের সোনামুখী পুরসভা। সোনামুখীর পরিচিতি তার প্রাচীন মন্দির, বিচিত্র ধর্মীয় ইতিহাস এবং তাঁতশিল্পের জন্য। অবশ্য এককালে এখানকার মৃৎশিল্পেরও বেশ নামডাক ছিল। সবার ওপরে ছিল তাঁতশিল্পের খ্যাতি। ব্রিটিশ আমলের আগেই ঢাকা, শান্তিপুরের মতো সোনামুখীও তাঁতশিল্পের বেশ বড় কেন্দ্র ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলার তাঁতিদের ওপর যে নির্মম শোষণ ও অত্যাচার চলেছিল, সোনামুখীর তাঁতিরাও তার থেকে রেহাই পায়নি।...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
