তপঃ স্বাধ্যায়নিরত বাগ্মিবর মহামুনি তপস্বী বাল্মীকি জিজ্ঞাসেন নারদেরে :

[পূর্বানুবৃত্তি : জ্যৈষ্ঠ ১৪৩২ সংখ্যার পর]।।২।। ‘বালকাণ্ড’প্রথম সর্গনারদ-বাল্মীকি-সংবাদ তপঃ স্বাধ্যায়নিরত বাগ্মিবর মহামুনি তপস্বী বাল্মীকি জিজ্ঞাসেন নারদেরে : “হে ঋষিপ্রবর! ধরণীতে এবে সর্ব্বগুণে গুণান্বিত কোন্‌ নর আছে—আত্মবান, বীর্য্যবান, ধার্মিক, কৃতজ্ঞ, সত্যবাদী, দৃঢ়ব্রত, সর্ব্বপ্রাণিহিতে রত, জিতক্রোধ, দ্যুতিমান, জ্ঞানী, দ‌ক্ষ, সুচরিত, অতি সুদর্শন, বিবর্জিত অসূয়া যঁাহার, ক্রুদ্ধ যঁাহারে হেরিয়া সমরে ভীত দেবগণ! জানিবারে কুতূহল জন্মিয়াছে এবে।” ত্রিলোকজ্ঞ তপোধননারদ তখনবাল্মীকির শুনি কথাকহিলেন হৃষ্ট শান্ত মনে :মুনিবর! অতীব দুর্লভ গুণ শুনালে যা’ মোরেনরচন্দ্র মাঝে হেন জন আছেন এমনকরিয়া স্মরণ কহিতেছি এবেতাহা কর হে শ্রবণ।রামনামে১ গুণাকরমহাদ্যুতি নরপতি এক সমধিক গুণবানআছেন ই‌ক্ষ্বাকুবংশেনিয়তাত্মা, বলীয়ান, ত্রিলোকবিদিতধৈর্য্যশীল, জিতেন্দ্রিয়, অতি সুদর্শন,কম্বুগ্রীব, বুদ্ধিমান, শ্রেষ্ঠ বাগ্মিবর,সুপ্রশস্ত স্কন্ধসন্ধি, আজানুলম্বিত মহাবাহু,ললাট সুন্দর,সুবিশাল ব‌ক্ষ-ঊরু,আকর্ণ-বিশ্রান্ত তাঁর কমললোচন।সর্ব্ব সুল‌ক্ষণ স্নিগ্ধবর্ণপ্রতাপী সে সমভাবে সুবিভক্ত উন্নত শরীরপ্রজাহিতে রত সদা, সত্যবাদী ধীর,শুচি, জ্ঞানী, ধার্মিক প্রধান,প্রজাপতিতুল্য তিনিপ্রজাদের প্রাণ;শত্রুহন্তা,জীবলোক-কর্ত্তব্য-পালকবেদবেদাঙ্গেতে দ‌ক্ষ, শীর্ষ ধনুর্ব্বিদ,সর্ব্বশাস্ত্র তত্ত্বজ্ঞানী,প্রতিভাসম্পন্ন, সর্ব্বলোকপ্রিয়বহু-বাণী স্মৃতিধরঅতি সদাশয়,সাধু তিনি, ভেদ তাঁর নাহি আত্মপর।সিন্ধু যথা মহাসিন্ধু রহে অনুগতশ্রীরামেরে হেন ঘেরি রন সতত সজ্জন।সর্বগুণে গুণান্বিত কৌশল্যানন্দন,গম্ভীর সাগর হেন।ধৈর্য্যে হিমাচল, বীর্য্যে বিষ্ণু,শশি হেন সৌম সুদর্শনক্রোধে তিনি কালাগ্নি প্রায়ক্ষমাতে ধরণীদানেতে কুবেরধর্মতুল্য সত্যের নিষ্ঠায়বহু সদ্‌গুণে করি প্রজার রঞ্জনরম্য তিনি ‘রাম’ নামে হলেন বিশ্রুত।অতঃপর বর্ণিলেন সং‌ক্ষেপে নারদরামায়ণ গাথা সমুধুর,“অযোধ্যার অধিপতিসুপ্রধান নৃপ দশরথপ্রজাহিতে রাখি চিন্তাশ্রেষ্ঠ গুণবান প্রিয় জ্যেষ্ঠ তনয় রামেরেযৌবরাজ্যে অভিষেক তরে করেন কামনাকৈকেয়ী রাজ্ঞীরে পূর্বে দুটি বর তরেদিয়া প্রতিশ্রুতি নৃপসত্যবাক্যে হইয়া আবদ্ধ অনুরোধ এবে তাঁরভরতেরে যৌবরাজ্য করিয়া অর্পণপাঠালেন প্রিয়পুত্রশ্রীরামেরে বনে।পিতৃসত্য পালনের তরে বিমাতারে দিয়া প্রীতিসত্যসন্ধ রামসীতা সাথে ভ্রাতৃস্নেহপরায়ণ সুমিত্রানন্দনল‌ক্ষ্মণেরে লয়ে যান বনবাসে।ললনাললামভূতা প্রাণসখা রামের দয়িতাজনকদুহিতা দেবমায়া রচিতা-প্রতিমাহয় যথা অনুগামী রোহিণী চন্দ্রেরযান অনুবর্ত্তী রহিআপন পতির।তাঁহাদের সাথেপিতা দশরথ বহু পৌরজনে লয়েহইলেন বহুদূর অনুগামী শোকে।পুত্রসাথে দশরথ শৃঙ্গবেরপুরেগঙ্গাতীরে লইলে বিদায়অবশেষে রাম ল‌ক্ষ্মণ সীতারে লয়েগুহকের সাথে সেথা হইয়া মিলিতসারথি সুমন্ত্রেরে করিয়া বিদায়অতিক্রমি বহু স্রোতস্বতীবনে বনে করিয়া ভ্রমণচিত্রকূটে গিয়াভরদ্বাজ মুনির আদেশে রামরচি পর্ণশালা করিয়া বিশ্রামপরম সুখেতে বাস করেন সেথায়। রাম চিত্রকূটবাসীরাজা দশরথ পুত্রশোকাতুরঅবিরত করিয়া বিলাপকরিলেন স্বর্গেতে প্রয়াণ।বশিষ্ঠাদি দ্বিজমন্ত্রিগণ রামের বিরহেমহাবল ভরতেরে,দিতে রাজ্যভার করেন বিচার।বীর্য্যবান মহৎ ভরতরাজ্য-লাভ ইচ্ছা করি ত্যাগচিত্রকূট অরণ্যেতেরামপাদ...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in