বাংলার আধ্যাত্মিক ইতিহাসে মহামানবগণের মধ্যে উল্লেখ্য এক চরিত্র—দুর্গাচরণ নাগ

বাংলার আধ্যাত্মিক ইতিহাসে মহামানবগণের মধ্যে উল্লেখ্য এক চরিত্র—দুর্গাচরণ নাগ, যিনি উত্তরপর্বে ‘সাধু নাগ মহাশয়’ নামে পরিচিত হয়েছিলেন। তাঁর জীবনকাহিনি বিশ্বদরবারে পরিবেশিত হয়েছে প্রধানত স্বামী বিবেকানন্দের শিষ্য শরচ্চন্দ্র চক্রবর্তীর লেখা সাধু নাগ মহাশয় গ্রন্থের মাধ্যমে। এছাড়া তাঁর রচিত স্বামি-শিষ্য-সংবাদ গ্রন্থেও নানান ঘটনার উল্লেখ পাওয়া যায়। নাগ মহাশয়ের শৈশব থেকে অন্তিম মুহূর্ত পর্যন্ত যে-মহাজীবনের কাহিনি শরচ্চন্দ্র পাঠকের সামনে তুলে ধরেছেন, তাতে প্রতিভাত—নাগ মহাশয় ছিলেন গভীর উপলব্ধিবান, আত্মগোপনচারী এক সাধক; উপদেশ প্রদানেও অনিচ্ছুক এক অনন্য চরিত্র। আমরা মূলত ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই এই দিব্যচরিত্রের সন্ধান পাই; তাঁর নিজস্ব উক্তি সেখানে অত্যন্ত সীমিত। শরচ্চন্দ্রের পর নাগ মহাশয় সম্বন্ধে যা রচিত হয়েছে, তার অধিকাংশই তাঁর প্রদত্ত তথ্য ও মূল্যায়নের ভিত্তিতে। সম্ভবত সেই কারণেই এবং প্রয়োজনীয় আরো তথ্যের অভাবে নাগ মহাশয়ের সামগ্রিক জীবনের অনেকটাই আজও ছায়ায় ঢাকা। অথচ তাঁর সম্বন্ধে ভক্তজনের কৌতূহল আকাশছেঁায়া। তবে বিনোদিনী মিত্র ও গুরুপদ ভৌমিকের মতো তুলনায় অপরিচিত জীবনীকারদের লেখায় নাগ মহাশয়ের জীবনের কিছু অজানা অধ্যায় নতুন আলোয় উদ্ভাসিত হয়েছে। শরচ্চন্দ্র চক্রবর্তী, বিনোদিনী মিত্র ও গুরুপদ ভৌমিক—এই তিন জীবনীকারের পৃথক দৃষ্টিকোণ, স্বতন্ত্র রচনাশৈলী ও নতুন তথ্য নাগ মহাশয়ের জীবনচরিতকে দিয়েছে বহুমাত্রিকতা ও উপলব্ধির এক নতুন প্রেক্ষিত, যা তাঁর চরিত্র ও সাধনাকে করে তুলেছে আরো গভীরভাবে অনুধাবনযোগ্য। দুর্গাচরণের জন্ম হয়েছিল অধুনা বাংলাদেশের অন্তর্গত নারায়ণগঞ্জের নিকটস্থ দেওভোগ গ্রামে। শৈশবে মাতৃহারা দুর্গাচরণ পিসিমার কাছে পালিত হয়েছিলেন। নারায়ণগঞ্জ ও ঢাকায় শিক্ষা সমাপ্ত করে তিনি কলকাতায় এসে ক্যাম্বেল মেডিকেল স্কুলে পড়া শুরু করেন, কিন্তু পড়া অসম্পূর্ণ থেকে যায়। নানা ঘটনার মধ্য দিয়ে তিনি বিখ্যাত ডাক্তার বিহারীলাল ভাদুড়ীর কাছ থেকে হোমিওপ্যাথি শিখে চিকিৎসক হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেন। জীবনের প্রথম থেকেই সর্বজীবে প্রেম, করুণা ও অপরিসীম দয়া ছিল তাঁর বেঁচে থাকার মন্ত্র; ঈশ্বরলাভ ছিল জীবনের একমাত্র ল‌ক্ষ্য। তিনি ছোট থেকেই এই বিশ্বের সঙ্গে একাত্মবোধে মগ্ন ছিলেন। বাড়ির ও সংসারের চাপে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বটে, কিন্তু সেখানে ছিল না কোনো...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in