লোকগবেষক অশোককুমার কুণ্ডু তাঁর নিরলস গবেষণা ও লোকসংস্কৃতি চর্চার মাধ্যমে

বাংলার লোকপ্রযুক্তিঅশোককুমার কুণ্ডুপ্রকাশক :মালা ঘোষচার্বাকপিকনিক গার্ডেন রোডকলকাতা-৭০০০৩৯৬২৫.০০ লোকগবেষক অশোককুমার কুণ্ডু তাঁর নিরলস গবেষণা ও লোকসংস্কৃতি চর্চার মাধ্যমে পাঠককে মাটির কাছাকাছি এনেছেন। তাঁর গ্রন্থ বাংলার লোকপ্রযুক্তির প্রতিটি রচনার পরতে পরতে জড়িয়ে রয়েছে ধুলো-মাটির গন্ধমাখা গ্রাম্য জীবনচিত্র, আঞ্চলিক ইতিহাস, অতীত গরিমা। কৌশিকী পত্রিকা এবং একটি সংকলনগ্রন্থে লেখকের পূর্বপ্রকাশিত চারটি নিবন্ধ একত্রিত হয়েছে আলোচ্য গ্রন্থে। প্রতিটি নিবন্ধ বিষয়-নির্বাচনে এবং বর্ণনার জাদুগুণে অভিনব। যেমন, মাটির উনান নিয়ে ভাবনা-চিন্তা করতে গিয়ে লেখক অনুসন্ধান করেছেন রন্ধনশক্তির উৎস, আলোচিত হয়েছে দেশের নানা প্রান্তের নানা প্রকারের উনানের প্রসঙ্গ। ‘কৃষিকাজে লৌকিক প্রযুক্তি’ নিবন্ধে নানান দেশজ যন্ত্রপাতির বিবরণের পাশাপাশি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে শিল্পকর্মে ও যান্ত্রিক গুণে অদ্ভুত সৃষ্টি অতিপরিচিত গোরুর গাড়ির গঠন। ‘লৌকিক লৌহশিল্প : কামারশালার কথা’ প্রবন্ধে বাংলার কামারদের জীবনচিত্র থেকে কামারশালার খুঁটিনাটির বর্ণনা যথাযথ। গ্রামবাংলার মাটির বাড়ি নিয়ে মনোজ্ঞ আলোচনা এই গ্রন্থের অন্যতম আকর্ষণ। চালাঘর, কোঠাঘর, মাঠকোঠা থেকে একচালা, দোচালা, চারচালা, বারোচালা ইত্যাদির গঠনগত বিশ্লেষণ, কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষের কাঠামোর একাংশের জ্যামিতিক বিন্যাস, সেইসঙ্গে ঝাঁপ কপাট, কুলুঙ্গি নিয়ে বিশদ আলোচনা অনুসন্ধিৎসু পাঠককে তৃপ্ত করবে। গ্রন্থের প্রচ্ছদ পরিকল্পনা ও অঙ্গসজ্জা প্রশংসনীয়। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in