চিঠি মনের দর্পণ। একমাত্র ব্যক্তিগত পত্রালাপের আঙিনায় মনের অবাধ বিচরণ
Letters of Swami Vivekananda(Revised & Enlarged Edition in 4 Volumes)Published by : Swami ShuddhidanandaAdhyaksha Advaita Ashrama4 Dehi Entally Road, Kolkata-14500.00 (Each Volume) চিঠি মনের দর্পণ। একমাত্র ব্যক্তিগত পত্রালাপের আঙিনায় মনের অবাধ বিচরণ থেকেই বিদ্যুৎঝলকের মতো ভিতরের মানুষটির সন্ধান আমরা পেয়ে থাকি। আর সেই পত্র যদি কালানুক্রমে প্রকাশিত হয়, তাহলে পত্রলেখকের মনের ধারাবাহিক বিবর্তনের ছবিও আমাদের চোখের সামনে ফুটে ওঠে, যা একান্তই বিরল। স্বামী বিবেকানন্দের পত্রাবলি নিয়ে এক শতাব্দীর বেশি সময় ধরে মানুষ আলোচনা করেছেন। মননে ঋদ্ধ হয়েছেন। কিন্তু ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও পূর্ববর্তী পত্রাবলি সংকলনে গঠনগত ও পাঠগত কিছু ত্রুটি থেকে গিয়েছিল, যা বর্তমান সংস্করণে (ইংরেজি) দূর করার চেষ্টা হয়েছে। স্বামী বিবেকানন্দের সংক্ষিপ্ত অগ্নিময় জীবনের মাত্র বারো বছরের চিঠিপত্র আমরা পেয়ে থাকি—১৮৯০ থেকে ১৯০২ পর্যন্ত। কিন্তু সেই চিঠিগুলিও একসঙ্গে আবিষ্কৃত হয়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তাঁর চিঠিগুলিকে তাই পূর্ববর্তী সংস্করণে কালানুক্রমিকভাবে সাজানো সম্ভব হয়নি। বেশ কিছু শব্দবন্ধ এবং পত্রাংশ যথাযথভাবে পাঠোদ্ধার করাও যায়নি। সেই ত্রুটিগুলি থেকে বেরিয়ে আসার আন্তরিক প্রচেষ্টা চোখে পড়ে বর্তমান সংস্করণটিতে। ভারতবর্ষ জাগছে। স্বামীজীর পত্র সেই জাগরণের বনিয়াদ। গত শতাব্দীতে এর সামান্য মাত্রই আলোচিত হয়েছে। এই শতাব্দীতে আরো গভীরভাবে বিবেকানন্দ-চর্চা হবে। তাই আজ স্বামী বিবেকানন্দের রচনার নিবিড়-পাঠ একান্ত প্রয়োজন। তাঁর রচনার যতিচিহ্নও পরম আদরের, তাঁর প্রত্যেকটি কথা আগামী প্রজন্মের ধ্যানের বস্তু। এই ভাবেরই প্রতিফলন দেখা যায় স্বামীজীর চিঠির আলোচ্য চারটি খণ্ডে। এই সংস্করণে আটাশটি সম্পূর্ণ নতুন পত্র প্রথম প্রকাশের আলো দেখেছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পত্রাংশেরও পুনরুদ্ধার করা হয়েছে। এছাড়াও গ্রন্থটিতে যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি আমাদের চোখে পড়েছে, তা হলো— পত্রগুলি মূলের সঙ্গে বা পাদটীকায় উল্লিখিত উৎসের সঙ্গে সম্পূর্ণভাবে সাযুজ্যপূর্ণ। এমনকী স্বামীজী পত্রমধ্যে যে-শব্দগুলি একবার underline করেছেন সেগুলি bold এবং যেগুলি একাধিকবার underline করেছেন সেগুলি bold-italic করা হয়েছে, যাতে স্বামীজীর মূল বক্তব্য পাঠকের কাছে স্পষ্ট হয়। পত্রের তারিখ, পত্রপ্রাপক এবং স্বামীজীর ঠিকানা নির্ণয়ের জন্য প্রয়োজনস্থলে খামগুলির সাহায্য নেওয়া হয়েছে। পূর্ববর্তী...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
