ভারতীয় আধ্যাত্মিক নবজাগরণের সেই সোনালি দিনগুলি থেকেই অসমের

ভারতীয় আধ্যাত্মিক নবজাগরণের সেই সোনালি দিনগুলি থেকেই অসমের শিলচর শ্রীরামকৃষ্ণ-পরম্পরায় আশীর্বাদধন্য। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শতবর্ষপূর্তি উদ্‌যাপন করেছে গত মার্চ মাসে, যার সংবাদ উদ্বোধন-এর গত ভাদ্র সংখ্যার ‘সংবাদ’ অংেশ প্রকাশিত হয়েছে। এই ঘটনা উত্তর-পূর্ব ভারতের আধ্যাত্মিক ও মানবিক সেবার ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক। এই উপলক্ষে নবনির্মিত ‘সর্বজনীন মন্দির’টি এই নগরীর তীর্থ-মহিমা বৃদ্ধি করেছে। উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর সমন্বয়ে এটি নির্মিত। মন্দিরের অভ্যন্তরে অধিষ্ঠিত শ্রীরামকৃষ্ণের অনিন্দ্যসুন্দর মূর্তি। ১৫ থেকে ২০ মার্চ ছয়দিন ধরে এই উৎসবে প্রায় আড়াই লক্ষ ভক্ত অংশগ্রহণ করেন। ১৮ মার্চ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ মন্দিরের উদ্বোধন করেন। সেবাশ্রমের এই শতবর্ষ উদ্‌যাপন উত্তর-পূর্ব ভারতে রামকৃষ্ণ মিশনের সেবাযজ্ঞের ‌ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে এখানকার মানুষ মনে করেন। শিলচর রামকৃষ্ণ মিশন শিক্ষা, স্বাস্থ্য, গ্রামোন্নয়ন, মহিলাদের স্বনির্ভরতা শি‌ক্ষা এবং দুর্যোগ-ত্রাণে যে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে তা বাস্তবিক দৃষ্টান্তস্বরূপ। বিভূতিভূষণ গোস্বামীশিলচর, অসম

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in