নিঝুম বরষার বিষণ্ণতা সরিয়ে
নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে
নিঝুম বরষার বিষণ্ণতা সরিয়েনীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়েপাড়ি দিয়েছে এক অলৌকিক জ্যোতিদিগন্তে ইন্দ্রধনুষের মাঝে ঐ দেখা যায়কার হাসিমাখা মুখ! কাশের বনে দোলা দিয়ে ফেরা বাতাসবয়ে আনে শিউলির মাতাল গন্ধপ্রকৃতির স্বর্ণসাজের উজ্জ্বল ধারাস্রোতেকারা যেন খুঁজে চলেছেকার আলতামাখা পদচিহ্ন! বিষণ্ণতার মলিন চাদর এক ঝটকায় খুলে ফেলেআজ বিস্ময়ের সোনালি উদ্ভাসে ভাসছে ভুবনদূরে শোনা যাচ্ছে কার নূপুরের কিঙ্কিণিকার দৃঢ় পদধ্বনি লহরি তুলছে প্রাণে প্রাণেরাখালের বাঁশিতে আজ কোন আবাহনের সুর! ধূপ-ধুনোর গন্ধে, দীপের উজল প্রভায় আরমঙ্গলশঙ্খের উদাত্ত আহ্বানে ভোরের শিশিরে পা ডুবিয়েআসছে চিন্ময়ী—মৃন্ময়ীর বেশে… মা আসছে।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
