কোনও প্রথা নেই, কোনও পুরনো বিবিক্ত জটিলতা
অনুসরণের আর

কোনও প্রথা নেই, কোনও পুরনো বিবিক্ত জটিলতাঅনুসরণের আর প্রয়োজন নেই, শুধু বলোযেটুকু দুঃখের কথা মনে পড়ে; গতজন্মপথেপ্রব্রজ্যার আলো এসে পড়েছিল কীভাবে শরীরে—তার সত্যিটুকু বলো, যেন ভ্রান্ত শুশ্রূষার পরআরোগ্যের মোহ থেকে তুমি সরে গেছ বহু দূর।এসব সামান্য নয়, সারল্যের পথও আঁকাবাঁকা।তবু শব্দে মন গেলে অহেতুক থামিও না দ্রুতি,কেননা কজনই বোঝে আয়ু থেকে পাখি উড়ে আজওনিরালম্ব গাছে বসে, দ্যাখে সময়ের নাট্যপীড়া?অধিকাংশ চোখে শুধু দৃশ্য ধ্রুব। চিদাকাশ, মেঘমোহিনী আড়ালে আছে এখনও অজস্র দেহ থেকে।সুতরাং প্রথা শূন্য, চরাচরও আদুরে এখানে।গতজন্মপথ বেয়ে দুঃখ এলে সহজে জানিওঅপেক্ষা কোথাও নেই, শুধু নীরবতা পড়ে আছে।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in