কলকাতা সরকারি শিল্প বিদ্যালয়ে
কলকাতা সরকারি শিল্প বিদ্যালয়ে (এখন কলেজ) অধ্যক্ষ আর্নেস্ট হ্যাভেলের অনুপস্থিতিতে কার্যকরী অধ্যক্ষ শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের অধীনে ‘অ্যাডভান্স ইন্ডিয়ান ড্রইং’ বিভাগের সূচনা হলে শিক্ষার্থী হিসাবে তিনি সর্বাগ্রে পেয়েছিলেন নন্দলাল বসু, সুরেন্দ্রনাথ গাঙ্গুলি ও অসিতকুমার হালদারকে। শিল্পাচার্যের কথায়, এঁরা শিল্পী হয়েই তাঁর কাছে আসেন। তখন ১৯০৫/০৬ সাল, লর্ড কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরুদ্ধে উদ্ভূত স্বদেশি আন্দোলনের যুগ। ঐ বিভাগে একে একে এসেছিলেন লাহোর, মাইসোর, লখনৌ, শ্রীলঙ্কা, এলাহাবাদ থেকে প্রতিভাবান শিক্ষার্থিগণ। সংখ্যায় অল্প হলেও অবনীন্দ্রনাথকে কেন্দ্র করে এই গুণী শিল্পীদের সৃষ্টিকর্মের মধ্য দিয়ে সবার অজানতেই ভারতশিল্প আন্দোলনের সূচনা হয়েছিল। শিল্পাচার্য সেখানে প্রাচীন ভারতীয় আশ্রমের গুরুপরম্পরা শিক্ষাধারায় ছাত্রদের মাঝেই বসে নিজে ছবি আঁকায় মাততেন এবং দরকারমতো ছাত্রদের ত্রুটিগুলি সংশোধনের উপায় বলে দিতেন। এভাবেই গুরুশিষ্যপরম্পরায় নন্দলাল, অসিতকুমার প্রমুখ অগ্রণী ছাত্রেরা ক্রমে আপন আপন প্রতিভানুগ বড় হয়ে আধুনিক ভারতশিল্পকলায় উৎকর্ষ এনেছিলেন। দুর্ভাগ্যবশত ১৯০৯ সালে সুরেন্দ্রনাথের অকালপ্রয়াণের পর অবনীন্দ্রনাথ অগ্রণী শিষ্যরূপে সেসময় কাছে পেয়েছিলেন নন্দলাল ও অসিতকুমারকে। ‘কলকাতায় ভারি বাদলা’, শিল্পী : অবনীন্দ্রনাথ ১৯২২ সালের শেষের দিকে সদ্য-প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে আচার্য রবীন্দ্রনাথের আহ্বানে এসেছিলেন শিল্পাচার্য অবনীন্দ্রনাথ। সেখানে কলাভবনের তরফে অসিতকুমার ও নন্দলাল তাঁদের গুরুকে আম্রকুঞ্জে অভ্যর্থনা জানান রবীন্দ্রনাথের উপস্থিতিতে। অসিতকুমার স্বরচিত একটি গুরুবন্দনা পাঠ করেন—“চিত্রকলার কবি তুমি/ আলোক তুলি হাতে,/ ভারত বাণীর চিত্তটিরে/ জাগাও আপনাতে।…” উত্তরে শিল্পাচার্য একটি স্বপ্নের কাহিনি শোনান। সেটি এরকম—তিনি পাহাড়ের রাস্তা ধরে চলেছেন, পিছনে নন্দলাল, অসিতকুমার এবং আরো সব শিল্পী-ছাত্র তাঁকে অনুসরণ করছে। কিছুদূর চলার পরে পাহাড়ের একটি বাঁক পার হয়ে পিছনে তাকিয়ে দেখেন, শিষ্যরা আর আসছে না।২ অর্থাৎ তারা আপন আপন নিশানা পেয়ে নিজেদের পথে চলে গেছে—এমনই ইঙ্গিত তিনি দিয়েছিলেন। সেকালে অবনীন্দ্রনাথ ও তাঁর মুষ্টিমেয় শিষ্যগণের উৎসাহদাতাগণের মধ্যে প্রথমাবধি রবীন্দ্রনাথ ঠাকুর ও রামানন্দ চট্টোপাধ্যায় ব্যতীত ছিলেন আর্নেস্ট হ্যাভেল, জন উড্রফ, ভগিনী নিবেদিতা, জাপানি শিল্প- আন্দোলনের প্রতিভূ কাউন্ট ওকাকুরা তেনজিং, উইলিয়াম রোথেনস্টাইন, ডঃ আনন্দ কেন্টিশ কুমারস্বামী প্রমুখ আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত গুণিজন। শিল্পী : নন্দলাল ১৯০৯...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
