যে-বিষয়টি আজ আমি আলোচনার জন্য বেছে নিয়েছি তা সারা পৃথিবী তথা জীবজগতের

“ওঁ স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে।অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।।” যে-বিষয়টি আজ আমি আলোচনার জন্য বেছে নিয়েছি তা সারা পৃথিবী তথা জীবজগতের কল্যাণে যাঁর জীবন সমর্পিত—সেই শ্রীরামকৃষ্ণ। তিনি এক পরম বিস্ময়। আবার বহু ব্যক্তির প্রেরণার উৎসও। আপাতদৃষ্টিতে তিনি দুর্বোধ্য অথচ তাঁর অদ্ভুত আকর্ষণ! এইরকম এক ব্যক্তিত্ব—যাঁকে কখনো ভগবান বলি, কখনো ভগবানের অবতার, আবার কখনো ভাবি দেবমানবের সমন্বয়। এই প্রচলিত সব ভাবনার মধ্যে সীমিত থেকে আমরা তাঁর মহিমা, তাঁর মহত্ত্ব যথেষ্টরূপে ধারণা করতে পারি না। সেজন্য একান্ত প্রয়োজন বিভিন্ন পরিপ্রে‌ক্ষিতে তাঁকে ধারণার চেষ্টা করা এবং তাঁর যে ঐশ্বর্যময় চরিত্র, তাঁর যে বিরাটত্ব—সে-সম্বন্ধে গভীরভাবে অনুধ্যান করা। শাস্ত্র পাঠ করে বা কাহিনি শুনে মানুষ যখন দেখতে পায়—ঈশ্বর মানুষের বেশে, মানুষের মাঝে এসেছেন তখন একটা রহস্যঘন পরিবেশের সৃষ্টি হয়। তাঁর জীবনের অনেক ঘটনাই বুঝতে পারা যায় না, অথচ তাঁর প্রতি সকলে একটা আকর্ষণ অনুভব করে, তাঁকে কেউ ছেড়ে থাকতে পারে না। সেই আকর্ষণশক্তির ফলে অনেকেই জিজ্ঞাসু হয়ে তাঁকে জানার বোঝার চেষ্টা করে। আমরা শাস্ত্রে পড়েছি—প্রত্যেক মানুষের মধ্যেই দেবত্ব রয়েছে। শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই দেবত্বের বিশেষ প্রকাশ ঘটেছিল। স্বামী বিবেকানন্দের মূল্যায়নে তাই তিনি ‘অবতারবরিষ্ঠ’। কিন্তু সাধারণ দৃষ্টিতে অন্য দশজনের মতো এইসব বৈশিষ্ট্যের মধ্যে নিজেকে তিনি সীমাবদ্ধ রাখতে পারেননি। ঋগ্বেদ-এ ছোট একটি কথা আছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ—‘এতাবানস্য মহিমাতো জ্যায়াংশ্চ পুরুষঃ।’১ তোমার সৃষ্টির চেয়ে তুমি মহান—এই তত্ত্বটি স্মরণে রেখে আমরা এগিয়ে যাব। ঈশ্বরের মহিমা তথা ঐশ্বর্য এই—বিশেষ করে যখন তিনি মানুষরূপে অবতীর্ণ হন, তখন তাঁর কার্যকলাপ বোঝা দুঃসাধ্য হয়ে ওঠে। একথাও সত্যি, আমরা শান্ত হয়ে চিন্তা করলে দেখি—শ্রীরামকৃষ্ণের মতো ব্যক্তিই যথার্থ ঈশ্বর বা ঈশ্বর-অবতারের মহিমা আস্বাদন করতে পারেন। এ‌ক্ষেত্রে লীলাপ্রসঙ্গ-এর একটি ঘটনা স্মরণযোগ্য। একদিন শ্রীশ্রীঠাকুর দ‌ক্ষিণেশ্বরে একটি শিবমন্দিরের সামনে গিয়ে ‘শিবমহিম্নঃ স্তোত্র’ পাঠ করতে আরম্ভ করলেন। ক্রমে তিনি আত্মহারা হয়ে গেলেন। ভাবে বিহ্বল হয়ে স্থান-কাল ভুলে উচ্চস্বরে বারবার বলতে লাগলেন : “মহাদেব গো! তোমার গুণের কথা আমি কেমন করে বলব!” দরদর...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in