বর্তমান বইটি সাহিত্য বিষয়ক একটি প্রবন্ধ-সংকলন। প্রথম প্রবন্ধটি
সাহিত্যবিষয়ক প্রবন্ধ ও অন্যান্যশৌভিক পালপ্রকাশক : মারুফ হোসেনঅভিযান পাবলিশার্স১০/২এ, রমানাথ মজুমদার স্ট্রিটকলকাতা-৭০০০০৯৩০০.০০ বর্তমান বইটি সাহিত্য বিষয়ক একটি প্রবন্ধ-সংকলন। প্রথম প্রবন্ধটি কাব্যে বিজ্ঞানচেতনাকে অবলম্বন করে লেখা। কাব্য-সত্য ও বিজ্ঞান-সত্য অভিন্ন মনে হলেও দুই সত্য অখণ্ডতার পথে ধাবিত। জীবনানন্দ দাশ মনে করতেন, কবিতার সত্য গণিতের মতো অব্যর্থ। রবীন্দ্রনাথের কাব্যে, গানে বিজ্ঞানের আবেশ ও আবির্ভাব আমাদের বিস্মিত করে। যাঁরা দার্শনিক, তাঁরা জ্ঞানকে কোনো নির্দিষ্ট বিষয়ের সীমারেখায় আবদ্ধ করেন না, সেখানে মিশে যায় নিখিল বিশ্বের বিচিত্র বিপুল তরঙ্গ। লেখক উল্লেখ করেছেন আশিস লাহিড়ীর একটি বক্তব্য—কবি বিজ্ঞানের সত্যগুলিকে মিলিয়েছেন জীবনের দার্শনিক ও মনস্তাত্ত্বিক সত্যের সঙ্গে। রবীন্দ্রনাথ ছাড়াও জীবনানন্দ দাশ, প্রেমেন্দ্র মিত্র, বিনয় মজুমদার প্রমুখ বিশিষ্ট কবির কাব্যে বিজ্ঞানচেতনা নিয়ে আলোচনা পাঠকদের মুগ্ধ করবে। আলোক সরকারের ওপর আধারিত প্রবন্ধটিতে লেখক বলেছেন—কবিতাকে কবি চেতনার বিশুদ্ধতায়, সম্পূর্ণতায় পেতে চেয়েছেন; আবার ঈশ্বরকে দেখতে চেয়েছেন চৈতন্যের সম্পূর্ণতায়। এই প্রবন্ধ-সংকলনে অবনীন্দ্রনাথ ঠাকুর, নবনীতা দেবসেন, সুধীন্দ্রনাথ দত্ত প্রমুখের সাহিত্যকর্মের ওপর আলোকপাত বিশ্লেষণাত্মক ও সুগভীর। প্রাঞ্জল ভাষায় লেখা তথ্যসমৃদ্ধ প্রবন্ধগুলি নতুন চিন্তার আকর।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
