অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ : গত ১ মার্চ ২০২৫ বিশেষ পূজা, ভক্তিগীতি, ধর্মসভা প্রভৃতির মাধ্যমে আনন্দময় পরিবেশে শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম আবির্ভাবতিথি উদ্যাপিত হয়। এই উপলক্ষে আয়োজিত বৈকালিক এক অনুষ্ঠানে অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত Letters of Swami Vivekananda (চার খণ্ডে সংশোধিত ও পরিবর্ধিত সংস্করণ) গ্রন্থ প্রকাশ করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। তার পর অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। এদিন প্রায় ২৯,০০০ ভক্ত খিচুড়ি-প্রসাদ গ্রহণ করেন। এই উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী উৎসবের অঙ্গ হিসাবে ৫ মার্চ একটি ভক্তসম্মেলনে ১,৭৫০ জন ভক্ত অংশগ্রহণ করেন। ৯ মার্চ পাঠ, আলোচনা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা প্রভৃতির মাধ্যমে মহাসমারোহে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব-মহোৎসব উদ্যাপিত হয়। সারাদিনে লক্ষাধিক মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন এবং ৩৮,০০০ ভক্ত ও দর্শনার্থী খিচুড়ি-প্রসাদ গ্রহণ করেন। রামকৃষ্ণ মিশন, নিউ দিল্লি : গত ২৬-২৭ এপ্রিল ২০২৫ শ্রীরামকৃষ্ণ, শ্রীমা ও স্বামী বিবেকানন্দের জন্মোৎসব ও ভক্তসম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাগত-ভাষণ প্রদান করেন সম্পাদক স্বামী সর্বলোকানন্দ। ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ, স্বামী মুক্তিনাথানন্দ, স্বামী আত্মপ্রভানন্দ, স্বামী শুকদেবানন্দ, স্বামী সেবাব্রতানন্দ ও স্বামী শুভকরানন্দ। ভক্তিগীতি পরিবেশন করেন স্বামী দিব্যব্রতানন্দ ও স্বামী কৃপাকরানন্দ। দুদিনের অনুষ্ঠানে প্রায় ১,৫০০ ভক্ত যোগদান করেন। বিশেষ সংবাদ গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ‘বিবেক দ্বার’-এর উদ্বোধন করেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। ১৮৯৮ সালে শ্রীরামকৃষ্ণের গৃহিশিষ্য নবগোপাল ঘোষের বাড়িতে স্বামী বিবেকানন্দের পদার্পণ স্মরণে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানবিদ্যা দপ্তরের মন্ত্রী মাননীয় অরূপ রায়ের প্রচেষ্টায় এই তোরণটি নির্মিত। এদিন আয়োজিত জনসভায় ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ, স্বামী সুবীরানন্দজী মহারাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ১৮৯৭ সালে স্বামী বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তনের ১২৮তম বর্ষপূর্তি স্মরণে গত ১৯ ফেব্রুয়ারি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন অন্যান্য সংস্থার সহযোগিতায় এক উৎসবের আয়োজন করে। বজবজ থেকে বিশেষ ট্রেনে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
