সাধুসঙ্গের ফল অমোঘ। সাধু ঈশ্বরের সঙ্গে ভক্তের আলাপ করিয়ে দেন। আবার সাধুসঙ্গ

গহন আনন্দ চিন্তন (দ্বিতীয় ভাগ)সম্পাদক : স্বামী বিশ্বনাথানন্দ সংকলন এবং পরিকল্পনা : স্বামী তৎপরানন্দ প্রকাশক : স্বামী শাস্ত্রজ্ঞানন্দ রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুরকলকাতা-৭০০১০৩৫০০.০০ সাধুসঙ্গের ফল অমোঘ। সাধু ঈশ্বরের সঙ্গে ভক্তের আলাপ করিয়ে দেন। আবার সাধুসঙ্গ করা সম্ভব হয়ে না উঠলে ইচ্ছা জাগে মানসে সাধুসঙ্গ করার। সাধুর জীবনকথা পাঠ, আলোচনা ও মনন করাই হয়ে ওঠে সাধুসঙ্গ। উপরন্তু সেই সাধু যদি সমকালের হন, যাঁর দর্শনের সৌভাগ্য আমাদের হয়েছে—স্থূলশরীরে অপ্রকট অবস্থায় তাঁর পূত সান্নিধ্যলাভের আকাঙ্ক্ষা যেন দ্বিগুণ হয়ে ওঠে। ভক্তপ্রাণের সেই আকাঙ্ক্ষা মেটাতে প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ স্বামী গহনানন্দজী মহারাজের জীবনস্মৃতির সংকলন গহন আনন্দ চিন্তন-এর দ্বিতীয় ভাগ। গ্রন্থশরীরে একশো এগারোজন সন্ন্যাসী, একজন ব্রহ্মচারী ও শ্রীসারদা মঠের পাঁচজন সন্ন্যাসিনী—যাঁরা মহারাজের সংস্পর্শে এসেছেন, তাঁদের পুণ্যস্মৃতিরূপ এক-একটি পুষ্প দিয়ে গাঁথা হয়েছে এই জীবনস্মৃতিমাল্য। মহারাজের সঙ্গে তাঁদের সাক্ষাতে বা পত্রালাপে যে যে আধ্যাত্মিক প্রসঙ্গ আলোচিত হয়েছে, তাঁদের জীবনজিজ্ঞাসার উত্তরে মহারাজ যে অমৃতময় উপদেশ দিয়েছেন—সেই পরম প্রাপ্তির কথাই এই গ্রন্থে প্রকাশ পেয়েছে। রয়েছে বিভিন্ন পরিস্থিতিতে মহারাজের অপূর্ব সাধুজনোচিত আচরণের বর্ণনা—যা আমাদের চলার পথের আলোকদিশারি, আমাদের কাছে পরম সম্পদ।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in