কান্নার ভেতর এত রং!
রামধনুও হার মেনে যাবে—
তাই কেবল

কান্নার ভেতর এত রং!রামধনুও হার মেনে যাবে—তাই কেবল দুঃখ নয়সেখানে মুক্তোও ঝরে!সকাল হয়ে সে চোখে;চোখেই সে গোধূলি নামে।নূপুর জড়িয়ে পায়ে,নর্তকী সে যখন…শুক্লপক্ষ তখন;কান্নার ভেতর এত রং।রামধনুও হার মেনে যাবে—

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in