মোট ৪১১টি সংগীতের সমাহার এই সংকলনটিতে। সংকলনটি যথেষ্ট তথ্যসমৃদ্ধ। প্রতিটি

বাণী তব ধায়সুনীল মল্লিকপ্রকাশক : তাপস বসুঅ‌ক্ষরবৃত্ত প্রকাশনা১২ কামার পাড়া লেনকলকাতা-৩৬৪০০.০০ বাণী তব ধায় শীর্ষক গ্রন্থটিতে রবীন্দ্রসংগীতের মেধা ও নান্দনিকতার যুগলবন্দির এক অনন্য সংকলন তুলে ধরেছেন সুনীল মল্লিক। এই সংকলনটি রবীন্দ্রসংগীতের অনন্তব্যাপী পরিসরকে আরো নিবিড় অনুভবের সহজ ও সাবলীল প্রেক্ষিতে তুলে ধরেছেন। মোট ৪১১টি সংগীতের সমাহার এই সংকলনটিতে। সংকলনটি যথেষ্ট তথ্যসমৃদ্ধ। প্রতিটি গানের শীর্ষকের পাশে স্বরসংখ্যা, গানটির প্রকাশকাল ও প্রকাশনার নাম-স্থান দেওয়া হয়েছে। সবথেকে রমণীয় হলো প্রতিটি গানের বিষয়বস্তু বা প্রেক্ষিত, যা একদিকে রসজ্ঞ, অন্যদিকে রবীন্দ্রনাথের গানের আস্বাদীর কাছে গানের গভীরে প্রবেশ করে মূলভাবকে বুঝতে সাহায্য করে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান মানুষের একক নিঃসঙ্গ যাপনের এক অমোঘ অবিসংবাদী সঙ্গী। শোকের আর্তিতে, আনন্দের উদ্বেলতায়, বিহ্বল ভাবনায়, ঐকান্তিক লগ্নতায় কিংবা গভীর সংরাগী দার্শনিক উপলব্ধিতে এই গান একটা ছাপ ফেলে যায়। এই সংকলনটি রবীন্দ্রসংগীতের গভীর অনুসন্ধিৎসু ও গবেষকদের পেরিয়ে নবীন সংগীতশিক্ষার্থী ও যারা কেবলমাত্র যাপনে রবীন্দ্রসংগীতকে উপলব্ধি করে—তাদের জন্য। যারা এই গানের মধ্য দিয়ে নিজের মনে কবিমানসের ছাপ রেখে যেতে চায়, এই সংকলনটি তাদের। এই আত্মানুসন্ধানের ক্ষেত্রে বাণী তব ধায় প্রবীণ ও নবীনের মিলনের নতুন দ্বার খুলে দেবে। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in