মানবসেবা ও সমাজকল্যাণে ব্রতী পণ্ডিতপ্রবর জ্যোতির্ময় নন্দের ২৫তম প্রয়াণদিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছ জ্যোতির্ময় স্মারক
এসেছ জ্যোতির্ময়(পণ্ডিতপ্রবর জ্যোতির্ময় নন্দ স্মারকগ্রন্থ)মুখ্য সম্পাদক :মথুরানাথ ত্রিপাঠীপ্রকাশক :তপনকুমার দেদে পাবলিকেশনস১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-৭৩৩০০.০০ মানবসেবা ও সমাজকল্যাণে ব্রতী পণ্ডিতপ্রবর জ্যোতির্ময় নন্দের ২৫তম প্রয়াণদিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছ জ্যোতির্ময় স্মারক গ্রন্থটি প্রকাশ করেছেন দে পাবলিকেশনস, সম্পাদনা করেছেন মথুরানাথ ত্রিপাঠী প্রমুখ। গ্রন্থের মধ্যে সংকলিত হয়েছে বিভিন্ন গুণিজন, সন্ন্যাসী, সাহিত্যিক, অধ্যাপক, প্রত্যক্ষদর্শী মানুষের মনোজ্ঞ লেখা। পাশাপাশি ১৯৯৭ সালে তাঁর স্মরণে প্রকাশিত গ্রন্থ থেকেও বেশ কিছু রচনাকে বর্তমান গ্রন্থে যুক্ত করা হয়েছে। লেখক-তালিকায় আছেন—ডঃ মহানামব্রত ব্রহ্মচারী, স্বামী সুপর্ণানন্দ, স্বামী পূর্ণাত্মানন্দ, স্বামী শিবপ্রদানন্দ, সাধ্বী সুমিত্রাম্বা, হংসনারায়ণ ভট্টাচার্য, ডঃ ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ। স্বামী পূর্ণাত্মানন্দ তাঁর সম্পর্কে লিখেছেন : “তাঁর নানা সদ্গুণের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তাঁর ঐকান্তিক সারস্বত সাধনা, যে সাধনায় তিনি আজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন। পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে সংস্কৃত ভাষা ও সাহিত্যের অপক্ষীয়মাণ ধারাটিকে সজীব ও সফল রাখার জন্য তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।” ‘চিত্রামালা’ অংশে যুক্ত হয়েছে দুর্লভ চিত্র। সংকলিত হয়েছে জ্যোতির্ময় নন্দের ‘লেখনীপ্রসূত বাণী’। তিনটি পর্বে ভাগ করে যেভাবে তাঁর সম্পর্কে বিভিন্ন আঙ্গিকে আলোচনা করা হয়েছে, তা সাধুবাদ-যোগ্য।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in