ঈশ্বরের কৃপায় আমি ১৯১৩ সালে প্রথম স্বামী সারদানন্দজীর সাক্ষাৎলাভ করি এবং শ্রীরামকৃষ্ণের শক্তি ও সহধর্মিণী শ্রীমা সারদাদেবীর মহিমা ও বিশালতার কথা জানতে পারি
ঈশ্বরের কৃপায় আমি ১৯১৩ সালে প্রথম স্বামী সারদানন্দজীর সাক্ষাৎলাভ করি এবং শ্রীরামকৃষ্ণের শক্তি ও সহধর্মিণী শ্রীমা সারদাদেবীর মহিমা ও বিশালতার কথা জানতে পারি। ফলে তাঁর প্রতি আকৃষ্ট হই এবং তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য, তাঁর কৃপা ও আশীর্বাদ লাভের জন্য ব্যাকুল হতে থাকি৷একদিন এক বিষাদগ্রস্ত ভক্ত স্বামী সারদানন্দজীর কাছে তাঁর দুঃখের কথা বলছিলেন। তিনি বলছিলেন: “আমি খুব অভাগা, জীবন অর্থহীন, আমার জন্মই বৃথা। কারণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখার সৌভাগ্য আমার হয়নি।” মহারাজ তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন: “তোমার অনেক সৌভাগ্য যে শ্রীমাকে দেখেছ, তাঁর শ্রীচরণ স্পর্শ করেছ, তাঁর আশীর্বাদ লাভ করেছ। শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা এক, তাঁদের একই সত্তা।” ভক্তটি উত্তরে বলেন: “আমার শ্রীমায়ের ওপর অত বিশ্বাস নেই এবং আমি তাঁকে ঈশ্বরের অবতার বলে ভাবতে পারি না।” মহারাজ তাঁকে কঠোর ভাষায় ধমক দিয়ে বললেন: “তুমি কি মনে কর, এজগতের সর্বশক্তিমান ঈশ্বর এক রাস্তার ভিখারির মেয়েকে বিয়ে করেছিলেন?” এই জোর দিয়ে বলা বিশ্বাসের কথাগুলি তাঁর মনে বিশেষ রেখাপাত করল। স্বামী সারদানন্দজীর নিকট সংস্পর্শে আসার পর আমি তাঁর গভীর বিশ্বাস, অচলা ভক্তি ও শ্রীমায়ের সেবায় অক্লান্ত উদ্যম দেখে অবাক হয়েছিলাম। নিজের সমস্ত সুবিধা বিসর্জন দিয়ে, সমস্ত কষ্ট নীরবে সহ্য করে শ্রীমাকে যতদূর সম্ভব স্বস্তিতে রাখার চেষ্টা করতেন। কোনো ব্যক্তি এসে শ্রীমাকে প্রণাম করতে যেতে চাইলে আগে তার সম্পর্কে খুঁটিয়ে জেনে নিতেন। এব্যাপারে তিনি খুব সংবেদী ও সতর্ক ছিলেন। তিনি নিজেও শ্রীমাকে নিত্যকার প্রণামের সময় তাঁর কাছে যেতে প্রায়ই দ্বিধাবোধ করতেন; ভাবতেন, তাঁর কোনো অসুবিধা হবে না তো? শ্রীমায়ের শ্রীচরণে তাঁর আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম একটা দেখার বিষয় ছিল। একবার আমি শ্রীমায়ের জন্মস্থান জয়রামবাটী যাওয়ার জন্য স্বামী সারদানন্দজীর অনুমতি চাই। তিনি বলেন যে, যদি এখন আমি যাই তাহলে আমার জন্য সেখানে অনেক অসুবিধার সৃষ্টি হবে; তাই আমি যেন অপেক্ষা করে পরে সুবিধাজনক সময়ে সেখানে যাই। আমি বলি—‘মা আমায় এখনি যেতে বলেছেন'। আমার মুখের দিকে তাকিয়ে তিনি মৃদু হেসে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in