‘ইলেক্ট্রিসিটি’ ব্যাপারটা নিয়ে আমরা বেশির ভাগ সাধারণ বাঙালি তেমন মাথা ঘামাই না। অন্তত যতক্ষণ

‘ইলেক্ট্রিসিটি’ ব্যাপারটা নিয়ে আমরা বেশির ভাগ সাধারণ বাঙালি তেমন মাথা ঘামাই না। অন্তত যতক্ষণ না লোডশেডিং হচ্ছে বা বাড়ির লাইন খারাপ হচ্ছে। জিনিসটি জরুরি হলেও দৈনন্দিন জীবনের অন্য পাঁচটি জরুরি, তবে অদৃশ্য পরিকাঠামোর অঙ্গমাত্র। এই নিয়ে বেশি মাথা ঘামানোর কিছুই নেই। অথচ এই ইলেক্ট্রিসিটির আবিষ্কার এবং প্রসারের ইতিহাসের মধ্যে লুকিয়ে রয়েছে জীবনের সবথেকে মৌলিক কয়েকটি দার্শনিক প্রশ্নের আলোচনা। এইসব আলোচনা যে কেবলমাত্র আধুনিক বিজ্ঞানের পশ্চিমি জন্মস্থানে হয়েছিল তাও ঠিক নয়। ভারত তথা বাংলায় এই সকল আলোচনা একটি নতুন মাত্রা ও বৈশিষ্ট্য লাভ করে। এই চিত্তাকর্ষক ইতিহাসের নানান বিস্মৃত চিহ্ন আজও আমাদের সমাজজীবনের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন ধরুন ‘বিদ্যুৎ’ কিংবা ‘তড়িৎ’ কথাগুলিকে নামবাচক বিশেষ্য পদ হিসাবে ব্যবহার করার প্রথা। আমাদের অনেকেরই চেনা-জানা, আত্মীয়-স্বজনের মধ্যে বিদ্যুৎ বা তড়িৎ নামের কেউ না কেউ আছে। অথচ একটু চিন্তা করলেই দেখবেন, পৃথিবীর বোধহয় অন্য কোনো দেশেই এভাবে ইলেক্ট্রিসিটির মতো একটি প্রাকৃতিক শক্তিকে কোনো ব্যক্তির নাম হিসাবে ব্যবহার করা হয় না। ইংরেজি ভাষাভাষী যত দেশ রয়েছে তার কোনোটিতেই ‘মিঃ ইলেকট্রিক’ নামের কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না বা ইতালি, যেখানে কি না এবিষয়ে আধুনিক গবেষণার সূত্রপাত হয়, সেখানেও কিন্তু কোনো ‘সিনোরে ইলেট্রিচিতা’ পাওয়া যাবে না। ব্যাপারটা কিছুটা উদাহরণস্বরূপ উত্থাপন করলেও, এটি প্রণিধানযোগ্য। কেন আমরা এই শক্তিটি নাম হিসাবে ব্যবহার করি অথচ যারা এই শক্তিকে বশ মানাতে অগ্রণী ভূমিকা পালন করল বা তার ওপর ভর করে আমাদের থেকে ঢের বেশি উন্নতিসাধন করল—তারা এমনটি করে না? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আবারও আমাদের ফিরে যেতে হবে ইলেক্ট্রিসিটির ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা নানান দার্শনিক প্রশ্নে। ১৮ শতকের শেষের দিকে যখন ইতালিতে আলেসান্দ্রো ভল্টা এবং লুইজি গালভানি এবং মার্কিন মুলুকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথম এই প্রাকৃতিক শক্তিটির বৈজ্ঞানিক বিশ্লেষণের সূচনা করেন, তখন অনেকেই মনে করতেন ইলেক্ট্রিসিটি হলো প্রাণ বা জীবনীশক্তিরই অপর নাম। গালভানির সম্ভবত সবথেকে বিখ্যাত...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in