সে কারও হাত ধরে হাঁটতে চায়নি
মানুষটা অশ্বারোহীও নয়, আপাদমস্তক
সে কারও হাত ধরে হাঁটতে চায়নিমানুষটা অশ্বারোহীও নয়, আপাদমস্তকপদাতিক; কেবল ভরসা রাখে চক্ষুষ্মানতায়গাড্ডা থেকে বাঁচিয়ে সে নিয়েযেতে চায় কুসুমের উল্লাসের দিকেকেবল মুঠি-ভরা রোদ্দুর এনেছড়িয়ে দিতে চায়যেখানে ছলাৎ-আনন্দে প্রাণ উঠবে নেচেকরতালি দিয়ে সকলের জন্যেসকলে পরস্পরকে কাছে পাবেমানুষটা এই জন্য যুদ্ধ চায় যে—কেউ ভুলেও যেন কারও হাত ধরে না হাঁটেমানুষটা অন্যের হাত ধরে চলা পছন্দই করে না
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in