ঊনবিংশ শতক নারীজাগরণের ঊষাকাল। নারী-শিক্ষা, নারীমুক্তির আন্দোলন শুরু হলো। এই আন্দোলনের ইতিহাস
ঊনবিংশ শতক নারীজাগরণের ঊষাকাল। নারী-শিক্ষা, নারীমুক্তির আন্দোলন শুরু হলো। এই আন্দোলনের ইতিহাস লেখা হয়েছে, কিন্তু অনেক নারীর অবদান উপেক্ষিত থেকে গেছে। তেমনই কয়েকজন হলেন শ্রীমা সারদাদেবী, রানি রাসমণি, গৌরী-মা ও ভগিনী নিবেদিতা। তাঁরা ধর্মজগতের মানুষরূপেই পরিচিত থেকে গেলেন। তাঁদের সমাজসংস্কারক রূপটি আজও অচেনা। রানি রাসমণির জীবনকথা এক সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার ইতিহাস। এক দরিদ্র পরিবারের কন্যা এসেছেন একটি পাড়াগ্রাম থেকে। বহিরঙ্গে দরিদ্র হলেও অন্তরঙ্গে তিনি বিশাল ধনী। ডাকনাম ‘রানি’। এগারো বছরের রানির বিবাহ হলো ধনী পরিবারে—কলকাতার বিখ্যাত রাজচন্দ্র দাসের সঙ্গে৷ প্রস্তুত করলেন নিজেকে। অপেক্ষা করছিল তাঁর জন্য এক বিশাল কর্মযজ্ঞ। ভবিষ্যতে যুগাবতার শ্রীরামকৃষ্ণ-লীলানাট্যের দৃশ্যপট প্রস্তুতির ভার সমর্পিত হবে তাঁরই ওপর৷ এবং সেই সূত্রে তিনি অমর হবেন পৃথিবীতে। শ্বশুরবাড়িতে রানি হয়ে উঠলেন স্বামীর পরামর্শদাতা। বিলাসব্যসনে মগ্ন না হয়ে মানবসেবায় নিয়োগ করলেন স্বামীকে। সমাজে প্রতিষ্ঠিত হলো মাহিষ্য দাস বংশের মর্যাদা—একই সঙ্গে ঠাকুর, বসাক, শেঠদের সারিতে। স্বামীর মৃত্যুর পর নিজে তুলে নিলেন জমিদারি ও ব্যবসার দায়িত্ব, সেকথা সবার জানা। এও সবার জানা যে, ব্রিটিশ সরকারের তাঁবেদারি না করে এই বিধবা জমিদার-গৃহিণী লড়াই করেছিলেন সমানে সমানে। কয়জন আজ মনে রাখেন বাবুঘাটের প্রতিষ্ঠাতা রাসমণির স্বামী রাজচন্দ্র দাসকে। রানিই ছিলেন একাজের প্রেরণা। এরপর তৈরি হলো অন্তর্জলিযাত্রার মুমূর্ষু মানুষের জন্য নিমতলা ঘাটে একটি পাকা বাড়ি। মৃত্যুর আগে পরিবার-পরিত্যক্ত কপালে জুটুক একটু আরাম। এও রানির পরামর্শে। মাদার টেরেসার নির্মলহৃদয়ের অনেক বছর আগেকার এই প্রয়াস। ইন্ডিয়া গেজেট-এ নথিভুক্ত হলো রাজচন্দ্রের এই প্রচেষ্টা। স্বামীর প্রয়াণের পর রানি আদেশ দিলেন স্বামীর নামাঙ্কিত সিলমোহর বদলানোর। কারণ, এটি এখন অচল। জমিদারের সিলমোহরে লেখা হলো—‘কালীপদ অভিলাষী শ্রীরাসমনীদাসি’।১ প্রজাপীড়ক, প্রতিবাদী জমিদার, ব্রিটিশ গোরা সৈন্য, অত্যাচারী নীলকর সাহেব, রানির বিসর্জনের মিছিলের রাস্তা অবরোধকারী ব্রিটিশ সরকার—প্রত্যেককেই শেষপর্যন্ত নত হতে হয়েছিল এই বিধবা রমণীর বুদ্ধিমত্তার কাছে। এ তখনকার কথা—যখন নারীস্বাধীনতা, নারীমুক্তি স্বপ্ন মাত্র। রানি রাসমণি বিখ্যাত হলেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করে। মন্দিরে এলেন পুরোহিত রামকুমারের সঙ্গে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in