প্রথম দর্শন কামারপুকুরে আন্দাজ বাং ১৩১৪ সালে, কাঁকুড়গাছী হইতে স্বামী যাগবিনোদ (যোগবিনোদ) প্রভৃতি কামারপুকুরে শ্রীশ্রীপ্রভুর উৎসব করিতে গিয়াছেন। আমি

প্রথম দর্শন কামারপুকুরে আন্দাজ বাং ১৩১৪ সালে, কাঁকুড়গাছী হইতে স্বামী যাগবিনোদ (যোগবিনোদ) প্রভৃতি কামারপুকুরে শ্রীশ্রীপ্রভুর উৎসব করিতে গিয়াছেন। আমি তখন বাড়ীতে, আমার গর্ভধারিণী মা তখন জীবিতা আছেন। বোধহয় চৈত্র মাসের শেষাশেষি। উৎসবের পূর্বদিন স্বামী পরমেশ্বরানন্দ (কিশোরী মহারাজ) প্রভৃতি কতকগুলি ভক্ত উৎসবের সহায়তার জন্য, নানাবিধ কর্ম করিতে হইবে বলিয়া গিয়াছেন। বোধহয় উৎসবের দিন রবিবার ছিল। আমি প্রাতঃকালে উঠিয়াই স্নানাদি করিয়া বাড়ীর নিত্যপূজা ও কোয়ালপাড়া যোগাশ্রমে শ্রীশ্রীপ্রভুর পূজা বেলা ৭টা কি ৭।।টার মধ্যেই সারিয়া তাড়াতাড়ি শ্রীধাম কামারপুকুর রওনা হইলাম। সহোদর ভ্রাতা প্রভৃতি পূর্বদিনে গিয়াছেন। আমার যাইবার ইচ্ছা ছিল; কিন্তু আমাকে লইয়া গেলেন না; লইবেনই বা কিরূপে! আমাকে লইলে এদিকের নিত্যপূজার কার্যাদি কে সম্পন্ন করিবে? যাই হউক, আমি তাড়াতাড়ি যতশীঘ্র পারি কামারপুকুর পৌঁছিব ইহাই কেবল মনের একান্ত ইচ্ছা। কোনদিন শ্রীশ্রীপ্রভুর বাড়ী যাই নাই, এবং কামারপুকুরে কেবলমাত্র খুব ছোটবেলায় [গিয়াছি], বোধহয় আমার বয়স তখন ৯।১০ বৎসর হইবে। সেই সময়ে অপর রাস্তা দিয়া গিয়াছিলাম। যাই হউক, দাদা যেমত বলিয়া দিয়াছিলেন সেইমত রাস্তা ধরিয়া চলিতে আরম্ভ করিয়া যখন ১ মাইল মাত্র কামারপুকুরে পৌঁছিতে বাকী আছে তখন ২টী ভক্তের সহিত সা‌ক্ষাৎ হইল, তাঁহারা আনুড়ে বিশালা‌ক্ষী দর্শন মানসে আসিতেছেন, তাঁহাদিগকে নমস্কার করিয়া যখন কামারপুকুরে পৌঁছি তখন বেলা ৯।।টার বেশী হয় নাই। নিজে নিজেই আশ্চর্যবোধ করিলাম। অজানা অচেনা পথে কিরূপে এত শীঘ্র আসিয়া পৌঁছিলাম। যাইবার পরেই দেখি শ্রীশ্রীমা রামলাল দাদার ঘরের বারান্দায় বসিয়া পান তৈয়ারী করিতেছেন। একজন ভক্ত গিয়া প্রণাম করিলেন। আমিও সেই সঙ্গে গিয়া প্রণাম করিয়া পায়ের ধূলা গ্রহণ করিলাম। তাহার পর জলযোগ শেষ করিয়া পান লইতে শ্রীশ্রীমার নিকট উক্ত বারান্দায় উপস্থিত, যে ভক্তটির সহিত প্রণাম করিয়াছিলাম, দেখি তিনিও আমার মত পান লইতে প্রস্তুত হইয়াছেন। তিনি বলিলেন, “মা, আপনার নিজের হাতে পান দিন।” শ্রীশ্রীমাও তাহাই দিলেন এবং আমাকে পান দিবার জন্য মাকু বা নলিনীকে বলিলেন, “তোর দাদাকে পান দে।” আমি অমনি উক্ত ভক্তের দেখাদেখি বলিলাম, “আপনার হাতের পান...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in