আলোচ্য গ্রন্থের লেখিকা ইতিপূর্বে শ্রীরামকৃষ্ণদেবের চিকিৎসকদের সম্পর্কে মনোজ্ঞ গ্রন্থ রচনা করেছিলেন। বর্তমান গ্রন্থটি শ্রীশ্রীমায়ের চিকিৎসকদের নিয়ে। এর প্রথম অধ্যায় ‘প্রাক্‌কথন’-এ লেখিকার অনুভূতি ব্যক্ত হয়েছে। শ্রীশ্রীমা যেমন চিকিৎসকদের সেবা গ্রহণ করেছেন, তেমনি তাঁদেরও সেবা দিয়েছেন। দ্বিতীয় অধ্যায় ‘চিকিৎসা ও চিকিৎসক : আর্তসেবায় শ্রীশ্রীমা সারদা’-এ আছে এই আলোচনা। তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে আছে মায়ের দেহে ব্যাধি এবং ভবতারিণীর দর্শনলাভে রোগমুক্তি, রোগ-নিরাময়ে সিংহবাহিনীর আবির্ভাব ও যজ্ঞেশ্বর শিবমন্দিরে প্লীহার চিকিৎসার কথা।

পঞ্চম অধ্যায়টির সাতটি পর্ব। প্রথম পর্বে রয়েছে শ্রীশ্রীমায়ের মন্ত্রশিষ্য ছাড়াও অন্য চিকিৎসকদের কথা। দ্বিতীয় পর্বে আলোচিত হয়েছেন শ্রীশ্রীমায়ের মন্ত্রশিষ্য সন্ন্যাসী চিকিৎসকবৃন্দ। তৃতীয় পর্বে তাঁর দী‌ক্ষিত গৃহী চিকিৎসকগণের কালানুক্রমিক তালিকা, চতুর্থ পর্বে দর্শনার্থী চিকিৎসকবৃন্দের কথা, পঞ্চম পর্বে একনিষ্ঠ ভক্ত দুজন চিকিৎসকের কথা, ষষ্ঠ পর্বে শ্রীশ্রীমায়ের সেবাব্রতী একজন চিকিৎসক ও জনৈক ভক্তের পুত্রদ্বয়ের কথা। সপ্তম পর্বে আছে শ্রীশ্রীমায়ের কথোপকথনে উল্লিখিত চিকিৎসকবৃন্দ। সপ্তম অধ্যায় ‘পরিশিষ্ট’-এ আছে স্বামী সারদানন্দজীর দিনলিপি থেকে ১৯২০ সালে শ্রীশ্রীমায়ের অন্তিম অসুখের কিছু প্রসঙ্গ, চিকিৎসার ক্রম ও চিকিৎসকবৃন্দের নাম, বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত তাঁর মহানির্বাণ সংবাদ ইত্যাদি।

সুদৃশ্য ছবিরাজি গ্রন্থের সর্বোত্তম প্রাপ্তি। লেখিকার এই অতন্দ্র গবেষণাকর্ম পাঠকপ্রিয়তা পাক, অভিলাষ তাই। 

বোধিসত্ত্ব ভট্টাচার্য

শ্রীসারদাদেবীর চিকিৎসা ও চিকিৎসক প্রসঙ্গ

ডঃ সঙ্ঘমিত্রা চৌধুরী

রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতা- ২৯। মূল্য ৩৩০ টাকা।