গত ৪ অগস্ট ‘স্বামী ব্রহ্মানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী তত্ত্বসারানন্দ।

বিশেষ অনুষ্ঠান : গত ৪ অগস্ট ‘স্বামী ব্রহ্মানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী তত্ত্বসারানন্দ। স্বাগত-ভাষণ দেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। সংগীত পরিবেশন করেন অনুপম চক্রবর্তী। গত ১১ অগস্ট ‘স্বামী গীতানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী পূর্ণানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী গীতানন্দজী মহারাজের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন সৌভিক দত্ত। গত ২৫ অগস্ট ‘স্বামী প্রমেয়ানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী দুর্গানাথানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী প্রমেয়ানন্দজী মহারাজের জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন ভার্গব লাহিড়ী। গত ১ সেপ্টেম্বর ‘স্বামী আত্মস্থানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী একচিত্তানন্দ। স্বাগত-ভাষণ দেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজী মহারাজের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী আর্যেশানন্দ। সংগীত পরিবেশন করেন অমিতাভ চৌধুরী। গত ৮ সেপ্টেম্বর ‘স্বামী নির্বাণানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী সুবীরানন্দজী মহারাজ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজী মহারাজের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী আর্যেশানন্দ। সংগীত পরিবেশন করেন সম্বুদ্ধ ঘোষ। গত ১৫ সেপ্টেম্বর ‘স্বামী বিরজানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী দেবরাজানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী বিরজানন্দজী মহারাজের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী আর্যেশানন্দ। সংগীত পরিবেশন করেন অর্কপ্রভ সরকার। গত ২২ সেপ্টেম্বর ‘স্বামী অখণ্ডানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী পূর্ণানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। সংগীত পরিবেশন করেন স্বামী শুক্লেশানন্দ। আবির্ভাবতিথি পালন : গত ১ ও ২৬ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী অভেদানন্দজী মহারাজের জন্মতিথিতে তাঁদের জীবনী ও বাণী পাঠ করেন স্বামী জয়েশ্বরানন্দ। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ৮ ও ২২ সেপ্টেম্বর যথাক্রমে স্বামি-শিষ্য-সংবাদ ও শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা করেন স্বামী আর্যেশানন্দ ও স্বামী বিশ্বাধিপানন্দ। গত ১৫ সেপ্টেম্বর শ্রীশ্রীমায়ের প্রসঙ্গে আলোচনা করেন স্বামী ধর্মরূপানন্দ। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in