১০ জুন ২০২৪ বেদ ও শ্রীশ্রীচণ্ডী পাঠ, ভজন, সানাইবাদন, বিশেষ পূজা প্রভৃতির মাধ্যমে
উৎসব-অনুষ্ঠান গত ১০ জুন ২০২৪ বেদ ও শ্রীশ্রীচণ্ডী পাঠ, ভজন, সানাইবাদন, বিশেষ পূজা প্রভৃতির মাধ্যমে শ্রীশ্রীমায়ের শুভ পদার্পণ উৎসব উদ্যাপিত হয়। মাতৃসংগীত পরিবেশন করেন স্বামী শিবাধীশানন্দ। শ্রীশ্রীমায়ের কথা পাঠ ও আলোচনা করেন স্বামী সিদ্ধেশানন্দ। ধর্মসভায় সভাপতিত্ব ছাড়াও নয়খানি গ্রন্থ প্রকাশ করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। স্বাগত-ভাষণ দেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। ভাষণ দেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দ। ভক্তিগীতি পরিবেশন করেন ভার্গব লাহিড়ী ও অলোক রায়চৌধুরী। কালীকীর্তন, বেহালাবাদন ও ভজন পরিবেশন করেন যথাক্রমে বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ও ব্রহ্মচারিবৃন্দ, অম্লান হালদার ও শান্তনু রায়চৌধুরী। সারাদিন প্রায় ১৯,০০০ ভক্ত শ্রীশ্রীমাকে দর্শন ও প্রণাম করেন এবং হাতে হাতে প্রসাদ পান। প্রায় ৪০০ সন্ন্যাসী ও ব্রহ্মচারী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রসাদ গ্রহণ করেন। গত ৫ জুন সারারাত্রিব্যাপী শ্রীশ্রীফলহারিণী কালীপূজা অনুষ্ঠিত হয়। গত ১৬ জুন দশহরার দিন স্তোত্রপাঠ, ভজন প্রভৃতির মাধ্যমে বাগবাজারে শ্রীশ্রীমায়ের ঘাটে গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ৯ ও ২৩ জুন যথাক্রমে শ্রীশ্রীমায়ের কথা ও শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ ও স্বামী বিশ্বাধিপানন্দ। ১৬ জুন শ্রীশ্রীমায়ের বিষয়ে আলোচনা করেন স্বামী ধর্মরূপানন্দ।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in