১৮৯৯ সালে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন পত্রিকা ১২৫ বর্ষে পদার্পণ করছে জেনে অত্যন্ত আনন্দিত হলাম। রামকৃষ্ণ-ভাবান্দোলনের ইতিহাসে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা।

Sri Ramakrishna Math 31, Ramakrishna Math Road Mylapore - Chennai-600004 Phone-2462 1110 Fax: 24934589  Email: mail@chennaimath.org Website: www.chennaimath.org শুভেচ্ছা ১৮৯৯ সালে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন পত্রিকা ১২৫ বর্ষে পদার্পণ করছে জেনে অত্যন্ত আনন্দিত হলাম। রামকৃষ্ণ-ভাবান্দোলনের ইতিহাসে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। বর্তমান যুগের দিশারি স্বামীজী মানুষকে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে তাদের মধ্যে চেতনার উন্মেষ এবং সামাজিক দায়িত্ব ও জাতীয়তাবোধ জাগরণের মানসে এই পত্রিকার প্রবর্তন করেছিলেন। উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা অর্জনে পত্রিকাটির ভূমিকা এককথায় অনবদ্য। ১২৪ বছর ধরে অবিচ্ছিন্ন প্রকাশ পত্রিকাটির ক্ষেত্রে একটি অতুলনীয় মাইলফলক, এক মহৎ গৌরব অর্জনের সাক্ষিস্বরূপ। গুরু শ্রীরামকৃষ্ণের অনুপ্রেরণা, ত্যাগ ও বাণীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুগপ্রবর্তক স্বামী বিবেকানন্দ মানবসমাজের আধ্যাত্মিক পথপ্রদর্শনের এক মহতী প্রচেষ্টায় আন্তরিকভাবে ব্রতী হন। দেশবাসীর উদ্দেশে তাঁর বাণীর দৃঢ় এবং চিরস্থায়ী সংরক্ষণের মাধ্যম হিসাবে একটি পত্রিকার প্রবর্তন ছিল অবশ্যম্ভাবী। এই কার্যে ব্রতী হওয়ার জন্য তিনি গুরুভাই ত্রিগুণাতীতানন্দজীর ওপর একটি বাংলা পাক্ষিক পত্রিকা শুরু করার গুরুদায়িত্ব অর্পণ করেন—যিনি তাঁর সর্বশক্তি নিয়োগ করেন পত্রিকাটি শুরু করতে এবং তার স্রোতস্বিনী ধারাকে অব্যাহত রাখতে। আহার, নিদ্রা, বিশ্রাম ইত্যাদি শরীররক্ষার স্বাভাবিক চাহিদা পরিত্যাগ করে তাঁর অমানুষিক মহতী সংগ্রাম এক সুমিষ্ট ফল প্রসব করে, যা আস্বাদন করে বর্তমানে আমাদের জীবন ধন্য হচ্ছে। যদিও স্বামীজীর ইচ্ছা ছিল পত্রিকাটির দৈনিক প্রচারের, কিন্তু কালপ্রবাহে তা মাসিক পত্রিকারূপে প্রকাশিত হচ্ছে। উদ্বোধন-এর ১২৫ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রকাশিতব্য বিশেষ সংখ্যার জন্য আমার শুভেচ্ছা ও আশীর্বাদ প্রেরণ করছি। শ্রীরামকৃষ্ণ, শ্রীশ্রীমা ও স্বামীজীর কাছে প্রার্থনা জানাই—তাঁদের দিব্য আশীর্বাদে এই পত্রিকার বহুল প্রচার হোক এবং আগামী দিনের পাঠকবৃন্দকে উদ্বুদ্ধ ও আলোকিত করুক। (স্বামী গৌতমানন্দ) সহাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ২২ নভেম্বর ২০২২

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in