জগজ্জননী শ্রীমা সারদাদেবী মর্তলীলা শেষ করার পর, তাঁর সন্তানেরা অনুভব করেছিলেন অনাগত কালের
দেবীতীর্থ জয়রামবাটি : মাতৃমন্দিরের শতবর্ষ জয়ন্তীস্বামী চেতনানন্দপ্রকাশক : স্বামী জ্যোতির্ময়ানন্দশ্রীশ্রীমাতৃমন্দিরজয়রামবাটি, বাঁকুড়াপশ্চিমবঙ্গ-৭২২১৬১৪০০.০০ জগজ্জননী শ্রীমা সারদাদেবী মর্তলীলা শেষ করার পর, তাঁর সন্তানেরা অনুভব করেছিলেন অনাগত কালের মানুষের জন্য সেই অপার মাতৃমহিমাকে চিরজাগরূক রাখতে তাঁর জন্মভিটায় মন্দিরনির্মাণ বিশেষ প্রয়োজন। ১৯২৩ সালে স্বামী সারদানন্দজীর উদ্যোগে পুণ্যতীর্থ জয়রামবাটিতে প্রতিষ্ঠিত হয় মাতৃমন্দির। ২০২৩ সালে শতবর্ষ উপলক্ষে প্রকাশিত হয়েছে দেবীতীর্থ জয়রামবাটি : মাতৃমন্দিরের শতবর্ষ জয়ন্তী নামে একটি স্মারকগ্রন্থ। কালের স্বাভাবিক নিয়মে বেশ কিছু পরিবর্তন হয়েছে এই দেবীতীর্থের। সেই পরিবর্তনের বিশিষ্টতাকে ধরতে চাওয়া হয়েছে এই গ্রন্থে। কখনো স্মৃতিচারণ, কখনো পুরানো উদ্বোধন-এর পাতা, কখনো বা বিভিন্ন গ্রন্থ ও পত্র-পত্রিকা থেকে তুলে আনা হয়েছে নানান স্বাদের রচনা। স্বামী চেতনানন্দের দক্ষ সম্পাদনায় এগারোটি প্রবন্ধে সন্নিবিষ্ট এই গ্রন্থ থেকে দেবীতীর্থের সামগ্রিক রূপরেখা সম্পর্কে জানা যায়, যা পাঠকের মানসভ্রমণে সহায়তা করে। এছাড়াও একাধিক দুর্লভ আলোকচিত্র সংকলনে গ্রন্থটির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। অগণিত ভক্ত-সাধারণের মধ্যে মাতৃমহিমা জাগরিত রাখতে এবং দেবীতীর্থের বিস্তৃত ইতিহাসকে সংরক্ষণ তথা প্রচারের ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার জন্য এই মহৎ প্রয়াসে যুক্ত সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাই।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in