অবশেষে সমুদ্রগন্ধের ভেতর ঘুমিয়ে পড়ি
শূন্যের মহাকাশ প্রতিবিম্বিত জলের বিস্তারে

অবশেষে সমুদ্রগন্ধের ভেতর ঘুমিয়ে পড়িশূন্যের মহাকাশ প্রতিবিম্বিত জলের বিস্তারেকবে কোন শঙ্খজন্মের অভিশাপে অতল-নিবাসীজানি না, শুধু জেনেছি এইমাত্র যেহাজার-হাজার বছরেরবিবর্তনের স্পর্শ আমার শরীরে লাগেনিঅনবরত জোয়ার-ভাটায় ভেসে বেড়ানো ছাড়াআমার কোথাও নোঙর নেই শুধু জাহাজের শব্দের কম্পনেনড়ে উঠি ঘুম ভেঙে অবশেষে সমুদ্রশ্যাওলারা ঘিরে রাখে এভাবেই জানি থেকে যেতে হবেতবু মৃত্যু হবে না শঙ্খজন্মেরআমার ভেতরে এত সুর ও সুন্দর বেজে ওঠে সমুদ্রসংগীতেঅথচ নিজেই শুনিনি শুধু শুনেছিআমি যুগ-যুগ ধরে বেজে চলেছিমহাভারতে পাঞ্চজন্য হয়েমর্ত্যের পূজায় দেবতার আরাধনায় শুধুজানি সে আমার শূন্য খোলস আত্মার সংহারে তবুবেঁচে আছি প্রণয়-অঙ্গুরি হয়ে পুরাণ-প্রতীতির ছলেআমাকে জেনেছে শুধু সমুদ্র আর বিম্বিত আকাশের চুম্বনএই আমার বেঁচে থাকা সভ্যতারমঙ্গলধ্বনি-গর্ভে অনন্ত আয়ুবর্ষ ধরে

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in