রামকৃষ্ণ মঠ, ম্যাঙ্গালুরু : গত ৩-৪ জুন ২০২২ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব পালিত হয়। নবনির্মিত প্রধান প্রবেশদ্বার
রামকৃষ্ণ মঠ, ম্যাঙ্গালুরু : গত ৩-৪ জুন ২০২২ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব পালিত হয়। নবনির্মিত প্রধান প্রবেশদ্বার ও সাধুনিবাসের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এই উপলক্ষে একটি ভিডিও তথ্যচিত্র, একটি প্রথম দিবসীয় ডাকবিভাগের স্মারক পোস্টাল কভার ও একটি ডাকটিকিট প্রকাশ করা হয়। সর্বসমেত ৭৫জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ১৫০০ ভক্তের উপস্থিতিতে আয়োজিত হয় একটি ভক্তসম্মেলন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, বৃন্দাবন : গত ৬ জুন ২০২২ Catheterization Laboratory-র উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথ। বহু বিশিষ্ট অতিথি, সাধু ও ব্রহ্মচারী এবং ভক্ত ছাড়াও ৮০০ ডাক্তার ও নার্স এদিন উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম, চেন্নাই : গত ২৬ জুন ২০২২ ছাত্রাবাসের প্রধান ভবন ‘Palace for the Poor’ এবং আবাসিক উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিক অনুষ্ঠান উদ্যাপিত হয়। উপস্থিত ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল মাননীয় অার. এন. রবি, পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ এবং অনেক বিশিষ্ট অতিথি। ১৯১৭ সালে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজী এই প্রধান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেই ঘটনা স্মরণ করে তাঁর উদ্দেশে উৎসর্গীকৃত একটি স্মারকের আবরণ উন্মোচন করা হয়। রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ : গত ২১ জুন ২০২২ আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষে বেলুড় মঠ ও RKMVERI (ডিম্ড বিশ্ববিদ্যালয়)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ প্রদর্শন করেন ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডঃ সুভাষ সরকার, বিভিন্ন সরকারি উদ্যোগের প্রবীণ আধিকারিক-সহ দশটি প্রতিষ্ঠানের ৫০০ প্রতিনিধি। রামকৃষ্ণ মিশন আশ্রম, মোরাবাদি, রাঁচি : গত ২১ জুন ২০২২ ঝাড়খণ্ড রাজ্যের খুন্তিতে আশ্রমের পরিচালনায় আয়োজিত এক যোগানুষ্ঠানে অংশগ্রহণ করেন আদিবাসী উন্নয়ন মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় অর্জুন মুণ্ডা ও ৮৫০০ প্রতিনিধি। এছাড়াও যোগ বিষয়ক কুইজ ও সূর্যপ্রণাম প্রতিযোগিতায় যোগদান করে ৪০০০ প্রতিযোগী। রামকৃষ্ণ মঠ ও মিশনের চেন্নাই বিদ্যাপীঠ, গুড়াপ, মাদুরাই, নাওরা, নারায়ণপুর ও তাঞ্জাভুর কেন্দ্র আন্তর্জাতিক যোগদিবস পালন করেছে। রামকৃষ্ণ মিশন আশ্রম, আসানসোল : গত ২৫ জুন ২০২২...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in