গত ১ মে ২০২৪ রামকৃষ্ণ মিশনের ১২৮তম প্রতিষ্ঠাদিবস পালিত হয়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ১ মে ২০২৪ রামকৃষ্ণ মিশনের ১২৮তম প্রতিষ্ঠাদিবস পালিত হয়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ সভায় সভাপতিত্ব করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ ও পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ এবং সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ ও আরো কয়েকজন ভাষণ দেন। প্রায় ২,০০০ সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, মুজফ্‌ফরপুর : গত ৩০ ও ৩১ মার্চ ২০২৪ ‘বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার ইউনিভার্সিটি’ ও মুজফ্‌ফরপুরের ‘লাঙ্গাত সিং কলেজ’-এর যৌথ উদ্যোগে দুদিনের ঈশাভাষ্য উপনিষদ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে ১৬০ জন শ্রোতার উপস্থিতিতে ২৬ জন গবেষক তাঁদের গবেষণাপত্র পাঠ করেন। রামকৃষ্ণ মিশন, গুরুগ্রাম : এই কেন্দ্র হৃষীকেশ থেকে উত্তরকাশী যাওয়ার পথে ৮০ কিমি. দূরে জৌলঙ্গিতে ‘সারদা তপোবন’ নামে একটি সাধন-কেন্দ্র স্থাপন করেছে। গত ১৭ এপ্রিল ২০২৪ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজী মহারাজ ২৫ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ১২৫ জন ভক্তের উপস্থিতিতে এই কেন্দ্রের উদ্বোধন করেন। এই উপল‌ক্ষে নিকটবর্তী গ্রামের ৪৫০ জন মানুষকে আহার পরিবেশন করা হয়। রামকৃষ্ণ মঠ, বাসবনগুড়ি, বেঙ্গালুরু : গত ২০ ও ২১ এপ্রিল ২০২৪ রামায়ণ বিষয়ে দুদিনের সেমিনার অনুষ্ঠিত হয়। বেঙ্গালুরুর ‘কর্ণাটক সংস্কৃত ইউনিভার্সিটি’র প্রায় ৭০০ ছাত্রছাত্রী এই সেমিনারে অংশগ্রহণ করে। রামকৃষ্ণ মিশন, শ্রীনগর : গত ১০ মে ২০২৪ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ শ্রীরামকৃষ্ণের মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেন। এই উপল‌ক্ষে ৯, ১০ ও ১১ মে বিশেষ পূজা, জনসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নিকটবর্তী পবিত্র তীর্থদর্শন প্রভৃতি অনুষ্ঠিত হয়। প্রায় ৫০ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ১০০ ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন। রামকৃষ্ণ সেবাশ্রম, খারুপেটিয়া : গত ১২ মে ২০২৪ শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, খারুপেটিয়া-কে অধিগ্রহণ করে রামকৃষ্ণ মিশনের একটি নতুন শাখাকেন্দ্ররূপে স্থাপন স্মরণে বিশেষ পূজা ও জনসভা অনুষ্ঠিত হয়। স্বামী সুবীরানন্দজী মহারাজ...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in