গত ২ ফেব্রুয়ারি ২০২৪ বিশেষ পূজা, ভজন, সংগীত প্রভৃতির মাধ্যমে
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ২ ফেব্রুয়ারি ২০২৪ বিশেষ পূজা, ভজন, সংগীত প্রভৃতির মাধ্যমে স্বামী বিবেকানন্দের আবির্ভাবতিথি পালিত হয়। সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানে বহু ভক্ত যোগদান করেন। বৈকালিক ধর্মসভায় সভাপতিত্ব করেন স্বামী বিমলাত্মানন্দজী মহারাজ। প্রায় ১০,৫০০ ভক্ত খিচুড়ি- প্রসাদ গ্রহণ করেন। মাতৃমন্দির ও রামকৃষ্ণ মিশন সারদা সেবাশ্রম, জয়রামবাটী : গত ৩ জানুয়ারি ২০২৪ শ্রীশ্রীমায়ের পুণ্য আবির্ভাবতিথিতে নবনির্মিত যোগানন্দ স্মৃতিভবনের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তৎকালীন সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এই ভবনের ভূগর্ভে একটি বৃহৎ হলঘর এবং একতলায় পূজাভাণ্ডার, রন্ধনশালা ও প্রসাদগ্রহণ কক্ষ নির্মাণ করা হয়েছে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, মুম্বাই : গত ৭ জানুয়ারি ২০২৪ শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজের পুণ্য আবির্ভাবতিথিতে নবনির্মিত মা সারদা ভবনের (অতিথিনিবাস) দ্বারোদ্ঘাটন করেন পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এই ভবনটি মুম্বাই কেন্দ্রের শতবর্ষ (১৯২৩—২০২৩) উদ্যাপনের স্মারক। রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, কোয়েম্বাতুর : গত ১৬ জানুয়ারি ২০২৪ শ্রীমৎ স্বামী সারদানন্দজী মহারাজের পুণ্য আবির্ভাবতিথিতে নবনির্মিত শ্রীরামকৃষ্ণ-মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এই উপলক্ষে ১৫—১৭ জানুয়ারি তিনদিনব্যাপী বিশেষ পূজা, জনসভা, ভজন, হরিকথা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির আয়োজন করা হয়। প্রায় ৩২০ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ১১,০০০ ভক্ত এই উৎসবে যোগদান করেন। নতুন উপকেন্দ্র স্থাপন রা১৯৯৫ সালে স্থাপিত উত্তর দিনাজপুর জেলার ছত্রপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমকে অধিগ্রহণ করে রায়গঞ্জ আশ্রমের উপকেন্দ্রে পরিণত করা হয়েছে। গত ৫ জানুয়ারি ২০২৪ এই নতুন উপকেন্দ্রের উদ্বোধন করা হয়। কেন্দ্রটির ঠিকানা : Ramakrishna Mission, Chhatrapur, P.O. Raipur, Dist. Uttar Dinajpur, West Bengal-733134, Phone : 7980000421 পরিদর্শন ও সম্মানপ্রদান রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর : গত ২ জানুয়ারি ২০২৪ পশ্চিমবঙ্গের রাজ্যপাল মাননীয় সি. ভি. আনন্দ বোস ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি পরিদর্শন করেন। তিনি এখানকার শিক্ষার্থীদের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাকাডেমিকে ‘গভর্নর্স অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’ পুরস্কার প্রদান করেন। পুরস্কারে ছিল একটি শংসাপত্র ও এক লক্ষ টাকা। প্রসঙ্গত, এই অ্যাকাডেমি সম্প্রতি ‘স্টেট অ্যাওয়ার্ড ফর এম্পাওয়ারমেন্ট অব পার্সন্স উইথ ডিসএবিলিটিস’ লাভও...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in