অবতারবরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ অনন্ত ভাবসমুদ্রে ডুবে থাকতেন অহরহ। তাঁর মুখে ঈশ্বর ছাড়া কথা ছিল না। আশীর্বাদ করেছেন

রামকৃষ্ণ-চেতনাস্বামী মেধসানন্দপ্রকাশক : স্বামী সুপর্ণানন্দরামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ক, কলকাতা-২৯৪০.০০ অবতারবরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ অনন্ত ভাবসমুদ্রে ডুবে থাকতেন অহরহ। তাঁর মুখে ঈশ্বর ছাড়া কথা ছিল না। আশীর্বাদ করেছেন—সকলের চৈতন্য হোক। তাঁর অভূতপূর্ব জীবন ও বাণী মানুষের চেতনাকে সঞ্জীবিত রেখেছে। স্বামী মেধসানন্দ সেই চেতনায় মগ্নসিদ্ধ থেকে রচনা করেছেন রামকৃষ্ণ-চেতনা। উল্লেখ্য, এই রচনাটি উদ্বোধন পত্রিকায় একসময় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। সম্পূর্ণ লেখাটি এই ছোট্ট গ্রন্থ-মধ্যে পেয়ে ভক্তগণ প্রভূত আনন্দ পাবেন, বলা বাহুল্য। গ্রন্থটি পাঁচটি অধ্যায়ে বিন্যস্ত। শুরুতেই রামকৃষ্ণ-চেতনার স্বরূপ বিশ্লেষণ। তা যথাযথ অনুধাবনের জন্য প্রয়োজনীয় অনুশীলনের উপায়গুলি প্রাঞ্জল ভাষায় বিবৃত হয়েছে, রয়েছে শ্রীরামকৃষ্ণকে সর্বত্র ও সর্বভূতে ধারণা করার প্রয়াসের সাধনা ‘রামকৃষ্ণ-অদ্বৈত’-এর কথা। গ্রন্থের শেষে এসেছে ঠাকুরের নিত্যবিরাজভূমি রামকৃষ্ণলোকের প্রসঙ্গ। নানা কাহিনি ও আনন্দময় স্মৃতিকথার সংযোগে শ্রীরামকৃষ্ণের দিব্য জীবনলীলার পরিবেশন এই গ্রন্থের অন্যতম বৈশিষ্ট্য। গ্রন্থের ভাষা সরল, লেখকের বর্ণনা মনোগ্রাহী। রয়েছে প্রতিটি উদ্ধৃতির জন্য তথ্যসূত্র, যা নিবিষ্ট পাঠকগণকে তৃপ্তি দেবে। রামকৃষ্ণ-ভাবাদর্শ অনুযায়ী জীবনগঠনের সহায়ক হয়ে ওঠার সঙ্গে সঙ্গে পাঠকের অধ্যাত্ম-চেতনাকেও পরিপুষ্ট করবে এই গ্রন্থ। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in