শিল্পের সঙ্গে কল্যাণবোধের ধারণাকে একাত্ম করার বিষয়ে অন্যতম

পান্থজনসম্পাদক : গৌড় খাঁড়াপ্রকাশক :গৌড়হরি খাঁড়া১-এ-২০৪ অভিদীপ্তা-১৪০১, বড়খোলা কলকাতা-৯৯১৮০.০০ শিল্পের সঙ্গে কল্যাণবোধের ধারণাকে একাত্ম করার বিষয়ে অন্যতম পথিকৃৎ ছিলেন মৃণাল সেন। সময়ের গণ্ডি পেরিয়ে নিজের চিন্তা-ভাবনা, অভিজ্ঞতাকে পরিবর্তন করে বারবার পৌঁছে গিয়েছেন বিশ্বের দরবারে। উদ্দেশ্য—‘ছবির মাধ্যমে মানবিক মূল্যবোধের প্রসার ঘটানো’। তাই পান্থজন-এর চতুর্থ বর্ষের দ্বিতীয় সংখ্যায় আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছেন মৃণাল সেন। প্রায় ২৫টি প্রবন্ধ সংকলিত হয়েছে এই সংখ্যায়। কখনো অভিজ্ঞতার সরণি বেয়ে, কখনো বিশিষ্ট জনের দৃষ্টিতে, কখনো তাঁর চলচ্চিত্রের আলোচনার আঙ্গিকে রচিত হয়েছে প্রবন্ধগুলি। এছাড়াও এই সংখ্যায় স্থান পেয়েছে মৃণাল সেনের একটি ইংরেজি বক্তৃতা। দুজন বিদেশি প্রাবন্ধিকের কলমেও উঠে এসেছে মৃণাল সেন প্রসঙ্গ। বেশ কয়েকটি রঙিন চিত্রের ব্যবহারে সংখ্যাটি আকর্ষণীয় হয়ে উঠেছে। আশা করা যায় এই সংখ্যা পাঠকের কাছে উন্মুক্ত করবে মৃণাল সেনের বিশেষ সত্তা। ভবিষ্যতের গবেষকদের কাছে অবশ্যই এক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠবে এই সংখ্যাটি। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in