প্রতিটি আনন্দই ভেসে যায়
ঈশ্বর মুখ তুলে তাকান
আমাদের উঠানজুড়ে সাত সমুদ্দুর
তেরো নদীর কোলাহল
লন্ঠন ভিজে আর
সারাদিনের খাটাখুটিতে মায়ের মুখে হাসি
বাচ্চা ব্যাঙ উঠে আসে ঘরে।
প্রতিটি আনন্দই ভেসে যায়
ঈশ্বর মুখ তুলে তাকান
আমাদের উঠানজুড়ে সাত সমুদ্দুর
তেরো নদীর কোলাহল
লন্ঠন ভিজে আর
সারাদিনের খাটাখুটিতে মায়ের মুখে হাসি
বাচ্চা ব্যাঙ উঠে আসে ঘরে।