এক অপরূপ জ্যোতির্ময় যুবক কৃষ্ণভাবে ভাবিত হয়ে ছুটে চলেছেন কাটোয়ার উদ্দেশে। সেখানে
এক অপরূপ জ্যোতির্ময় যুবক কৃষ্ণভাবে ভাবিত হয়ে ছুটে চলেছেন কাটোয়ার উদ্দেশে। সেখানে কেশব ভারতীর কাছে দীক্ষাগ্রহণ করে শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনে যাবেন তিনি—এই তাঁর মনোগত বাসনা। নবদ্বীপের গৃহে রেখে এসেছেন বালিকা পত্নী বিষ্ণুপ্রিয়া এবং বৃদ্ধা মাতা শচীদেবীকে। ধন-জন, বিদ্যা, সুন্দরী স্ত্রী কিছুই তাঁকে বাঁধতে পারেনি সংসারে। ভগবৎপ্রেমে মাতোয়ারা হয়ে ঘর ছেড়েছেন তিনি। নবদ্বীপের বিদ্বজ্জনের কাছে তিনি নিমাই পণ্ডিত নামে পরিচিত, তাঁর পিতৃদত্ত নাম বিশ্বম্ভর মিশ্র, অপূর্ব গৌর গাত্রবর্ণের জন্য তিনি কারো কারো কাছে গৌরাঙ্গ, আর কেশব ভারতীর কাছে সন্ন্যাসগ্রহণের পর তাঁর নাম হবে ‘শ্রীকৃষ্ণচৈতন্য’। পরবর্তিকালে রসিক ভক্তজনেরা তাঁকে ‘মহাপ্রভু’ নামেও উল্লেখ করে থাকবেন। ভক্তজনের হৃদয়ে ব্যাকুল প্রশ্ন ওঠে— “কি লাগিয়া দণ্ড ধরে অরুণ বসন পরেকি লাগিয়া মুড়াইল কেশ।কি লাগিয়া মুখচাঁদে রাধা রাধা বলি কাঁদেকি লাগি ছাড়িল নিজ দেশ।।…জ্বলন্ত অনল হেন রমণী ছাড়িল কেনকি লাগি তেজিল তার লেহ।।কি কব দুখের কথা কহিতে মরমে ব্যথানা দেখি বিদরে মোর হিয়া।দিবা নিশি নাহি জানি বিরহে আকুল প্রাণিবাসু ঘোষ পড়ে মুরছিয়া।।”১ মহাপ্রভু শ্রীকৃষ্ণের অবতার। ভক্তের অন্তরে তিনি প্রেমময় শ্রীভগবান-রূপে অধিষ্ঠিত। স্বরূপত তিনি শ্রীকৃষ্ণ, আর বহিরঙ্গে তিনি শ্রীমতী রাধার ভাবে ভাবিত অধিকাংশ সময়ে—‘রাধাভাবদ্যুতিসুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম্।’২ তাঁর আকর্ষণে শত শত ভক্ত ছুটে এসেছে মধুলুব্ধ ভ্রমরের মতো। তাঁর দৈবী নৃত্যের অতুলন ভঙ্গি যে দর্শন করেছে, তারই চক্ষু সার্থক হয়েছে। ভক্তদের আদরের জন সেই তিনি কেন সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসীর দণ্ড ধারণ করবেন, মস্তক মুণ্ডন করবেন তা ভক্তদের বোধগম্য হয় না। এদিকে প্রায়শই অর্ধবাহ্য দশায় মহাপ্রভু বাল্যসখা গদাধরের কাছে বৃন্দাবনের গুণগান করতে থাকেন। আরেক বাল্যসঙ্গী, মহাপ্রভুর থেকে বয়সে কিছু বড় মুরারী গুপ্তের পদে পাই— “গদাধর অঙ্গে পহুঁ অঙ্গ হেলাইয়া।বৃন্দাবন-গুণ গান বিভোর হইয়া।।ক্ষণে হাসে ক্ষণে কাঁদে বাহ্য নাহি জানে।রাধার ভাবে আকুল প্রাণ গকুল পড়ে মনে।।অনন্ত অনঙ্গ-জিনি দেহের বলনি।কত কোটি চাঁদ কাঁদে হেরি মুখ-খানি।।”৩ একদিন সত্যি সত্যিই ব্রাহ্মমুহূর্তে মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করেন। নবদ্বীপে সকলে তখন নিদ্রিত। গঙ্গা সাঁতরে পার হয়ে সিক্ত বসনে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in