গত ২৪ মার্চ ২০২৪ বর্ণাঢ্য শোভাযাত্রা, পাঠ, বিশেষ পূজা, ভজন, প্রসাদ বিতরণ, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে
বালী ঘোষপাড়া শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি, হাওড়া : গত ২৪ মার্চ ২০২৪ বর্ণাঢ্য শোভাযাত্রা, পাঠ, বিশেষ পূজা, ভজন, প্রসাদ বিতরণ, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী গতভয়ানন্দ ও ডাঃ মলয়রঞ্জন দাস। ঝিখিরা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি, হাওড়া : গত ৩১ মার্চ ২০২৪ বিশেষ পূজা, পাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা, কৃতী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, ফলের রস বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব মহোৎসব ও বাৎসরিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী জগদম্বানন্দ ও বিপ্লব দলুই। প্রায় ১০০০ ভক্ত বসে প্রসাদ পান। কুলবাতপুর রামকৃষ্ণ সেবাশ্রম, হুগলি : গত ২৯ মার্চ—১ এপ্রিল ২০২৪ সাংস্কৃতিক প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, হরিনাম সংকীর্তন, নৃত্য, ভক্তিগীতি, বাউলগান, নাটক, যাত্রাপালা, দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্রবিতরণ প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের বার্ষিক আবির্ভাব স্মরণোৎসব উদ্যাপিত হয়। সভায় ভাষণ দেন স্বামী প্রাণারামানন্দ ও ডাঃ স্বপন মুখার্জি। প্রায় ৪০০০ ভক্ত প্রসাদ পান। বেলঘরিয়া শ্রীসারদা রামকৃষ্ণ মিলনতীর্থ, কলকাতা : গত ২২ জুন ২০২৪ ভক্তিগীতি, আলোচনা প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী একব্রতানন্দ ও বলরামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। প্রায় ৩০০ ভক্ত বসে প্রসাদ পান।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
