কোনো শিল্পী যখন কলম ধরেন তখন তিনি তাঁর লেখার মধ্যে এমন কতগুলি প্রসঙ্গকে
কোনো শিল্পী যখন কলম ধরেন তখন তিনি তাঁর লেখার মধ্যে এমন কতগুলি প্রসঙ্গকে উত্থাপন করেন, যা তাঁর শিল্প-রচনার ভাবনাকে বুঝতে নানাভাবে সাহায্য করে। একই সাথে তাঁর লেখনী আমাদের সামনে মেলে ধরে কতগুলি প্রসঙ্গ, যা থেকে বোঝা যায় শিল্পী তাঁর চারপাশের পৃথিবীকে কীভাবে দেখছেন, সমাজকে কীভাবে পড়ছেন, বস্তুজগৎকে কীভাবে পর্যবেক্ষণ করছেন কিংবা একজন শিল্প-রচয়িতা হিসাবে তাঁর শিল্প-দর্শনের স্বরূপটি কী। পৃথিবীর ইতিহাস জুড়ে এরকম নিদর্শন অজস্র রয়েছে। আজকের দিনে আধুনিক সময়ে শিল্প-নির্মাণ যেমন দেখার বিষয়, তেমনই পড়ারও বিষয়। ‘পড়া’ বলতে শিল্প-ইতিহাসের পাঠের মধ্যে শিল্প ও শিল্পীকে পড়ে নেওয়ার কথা বোঝায় না। শিল্পকে পড়া বলতে ‘Visual Reading’-এর কথা বলা হয়ে থাকে, যেখানে শিল্পবস্তুটিকে পড়ে নিয়ে শিল্পের স্বরূপ ও আত্মাকে অনুধাবন করার চেষ্টা করা হয় কিংবা বোঝার চেষ্টা করা হয় শিল্পীর রচিত শিল্পবস্তুটির সামাজিক ও ঐতিহাসিক গুরুত্বকে। ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবি প্রসঙ্গে কলম ধরেছিলেন, কিন্তু শুধুমাত্র শিল্প প্রসঙ্গে প্রবন্ধ-রচনাকার হিসাবে ধরেননি—তাঁর লেখা চিঠিপত্র, কবিতা ও নানা ধারার লেখাতেও রয়েছে নিজের অঁাকা ছবির ভাবনা প্রসঙ্গ। একইভাবে ঠাকুরবাড়ির আরেক সদস্য অবনীন্দ্রনাথ শিল্প নিয়ে লিখে গিয়েছেন অনেক প্রবন্ধ ও ছোট লেখা আর বলেছেন অনেক কথা। সেই বলা কথাগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য রানি বাগীশ্বরী বক্তৃতামালা। এই বক্তৃতামালাই বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী নামে সুপরিচিত। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায় ১৯১৯ সালে বিহার প্রদেশের খয়রার রাজা কুমার গুরুপ্রসাদ সিংহের কাছ থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য বিপুল পরিমাণ অর্থ দান হিসাবে পেয়েছিলেন। সেই অর্থ যাতে সঠিকভাবে কাজে লাগানো যায়—এমন চিন্তা করেই আশুতোষ মুখোপাধ্যায় ১৯২১ সালে সিদ্ধান্ত নিয়েছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি নতুন অধ্যাপক-পদের সৃষ্টি করবেন। এর মধ্যে গুরুপ্রসাদ সিংহের নামে চারটি পদ ‘খয়রা অধ্যাপক’ হিসাবে তৈরি করা হয়। এগুলির বিষয় ছিল ভারতীয় ভাষাতত্ত্ব, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং কৃষিবিদ্যা। আরেকটি পদ ভারতীয় শিল্পকলা বিষয়ে অধ্যাপনার জন্য সৃষ্টি করা হয় খয়রার রানি বাগীশ্বরী দেবীর নামে আখ্যায়িত করে। বিশ্ববিদ্যালয়ের ১৯৫৭ সালের নথিতে উল্লিখিত আছে, এই পদটি হলো...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in