স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের করুণামুখর অবতরণের প্রেক্ষাপট অনুসন্ধানে বলেছেন: “প্রত্যেক পতনের পর পুনরুত্থিত সমাজ অন্তর্নিহিত সনাতন পূর্ণত্বকে সমধিক প্রকাশিত করিতেছেন এবং সর্বভূতান্তর্যামী প্রভুও প্রত্যেক অবতারে আত্মস্বরূপ সমধিক অভিব্যক্ত করিতেছেন।”
স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের করুণামুখর অবতরণের প্রেক্ষাপট অনুসন্ধানে বলেছেন: “প্রত্যেক পতনের পর পুনরুত্থিত সমাজ অন্তর্নিহিত সনাতন পূর্ণত্বকে সমধিক প্রকাশিত করিতেছেন এবং সর্বভূতান্তর্যামী প্রভুও প্রত্যেক অবতারে আত্মস্বরূপ সমধিক অভিব্যক্ত করিতেছেন।” তাই আধুনিকতম শ্রীরামকৃষ্ণ ‘অবতারবরিষ্ঠ’। তাঁর অনন্ত ভাবময় সত্তার উজ্জ্বল কিরণকে মানুষের কল্যাণে আপতিত করতে স্বামীজী আজীবন বিবিধ প্রচেষ্টা করেছেন। বিভিন্ন সেবাযোগ প্রবর্তনের পাশাপাশি স্বামীজী এমন একটি মাধ্যমের অনুসন্ধান করছিলেন, যা শ্রীরামকৃষ্ণের বাঙ্ময়ী তনু হয়ে নির্দিষ্ট সময়ের ব্যবধানে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে ও জগতের অশেষ মঙ্গল সাধিত করবে। তিনি বিভিন্ন ভাষায় পত্রিকা প্রকাশনের কথা ভাবলেন। তাঁর আত্মারাম ঠাকুরের মুখের ভাষা বাংলায় তা প্রকাশ করতে তিনি বিশেষ অভিলাষী ছিলেন। তাঁর নিরন্তর অনুপ্রেরণায় এবং স্বামী ত্রিগুণাতীতানন্দজীর নিরলস পরিশ্রমে আজ থেকে ১২৫ বছর আগে সেই পত্রিকা বহুজনের হিতে ও বহুজনের সুখে উদ্বোধিত হলো। শ্রীরামকৃষ্ণের আলোকিত আগমনের ফলশ্রুতি লোকন করে স্বামীজী বলেছিলেন : “ঈষন্মাত্রযামা গতপ্রায়া বর্তমান গভীর বিষাদ-রজনীর ন্যায় কোনও অমানিশা এই পুণ্যভূমিকে সমাচ্ছন্ন করে নাই। এ পতনের গভীরতায় প্রাচীন পতন-সমস্ত গোষ্পদের তুল্য। এবং সেই জন্য এই প্রবোধনের সমুজ্জ্বলতায় অন্য সমস্ত পুনর্বোধন সূর্যালোকে তারকাবলীর ন্যায়।” সেই প্রবোধনকে স্মরণ করেই পত্রিকার নাম দেওয়া হলো উদ্বোধন৷ এটিই প্রথম এবং প্রাচীনতম দেশীয় ভাষার পত্রিকা, যা ছেদহীন দ্রুতিতে রামকৃষ্ণ-ভাবে মানুষকে আহিত করে চলেছে। প্রত্যক্ষত আধ্যাত্মিকতা ছাড়াও আধ্যাত্মিকতার স্ফুরণে সমাজে যে সদ্গুণরাজি বিকশিত হয় সেইসব সাংস্কৃতিক, সাহিত্যিক, শৈল্পিক, নৈতিক ইত্যাদি বহুল বিষয়ের বিপুল পশরা সাজিয়ে উদ্বোধন আজ বাঙালিমননের অবিচ্ছেদ্য অঙ্গ। সেই শ্রী ফিরে দেখতেই ১২৫ বছরে পত্রিকার বিশেষ সংখ্যায় প্রচ্ছদটি সেজে উঠেছে বিভিন্ন পুরানো ও নতুন প্রচ্ছদের সুষম সমবায়ে৷ বিবেকানন্দের চেতনায় যে উদ্বোধন-এর জন্ম, তার অক্ষয় পথচলা নিঃসন্দেহে নিখিলজনে কল্যাণধারা বর্ষণ করে চলবে সুদীর্ঘকাল।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in