স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন পত্রিকার আমি অনুরাগী ও পাঠিকা। কম বয়স থেকেই সাংসারিক জীবনের ব্যস্ততার মধ্যে উদ্বোধন
স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন পত্রিকার আমি অনুরাগী ও পাঠিকা। কম বয়স থেকেই সাংসারিক জীবনের ব্যস্ততার মধ্যে উদ্বোধন আমার জীবনের পবিত্র সঙ্গী। কাজের মাঝে সময় বের করে ভক্তি নিয়ে এই পত্রিকা পাঠ করে নিজেকে আমি ধন্য মনে করতাম। এখন জীবনের শেষ বেলায় শারীরিক নানা কষ্ট ও প্রায় অন্ধ হলেও মোটা গ্লাসের চশমা এবং আতশকাচের সাহায্যে অনেক কষ্টে পড়ি। অতীতে ফেলে আসা জীবনের নানা কথা, নানা পরিস্থিতি ও পরিবেশের স্মৃতি এখন রোমন্থন করি আর মনে হয় তা প্রকাশ করি। প্রায় দৃষ্টিহারা চোখে বহু কষ্টে নানা ঘটনা ও কবিতা লিখি অনেক প্রচেষ্টায়। হাতই আমার কাছে চোখ। এর জন্য লেখায় অনেক দোষ-ত্রুটি থাকে। লেখার পাতাগুলো বারবার ভুলে ও অস্পষ্ট অক্ষর সংশোধন করতে গিয়ে কাটাকুটিতে ভরে ওঠে। তবুও মনে হলো, আমার চিন্তার প্রকাশ আপনাকে জানাই। আমার প্রাণের পবিত্র উদ্বোধন পত্রিকায় আমার লেখা কবিতা ‘নমঃ নীলকণ্ঠ ভোলানাথ’ পাঠালাম। আমার মনের যে সত্য ভাবনা শিব শঙ্করের প্রতি, এটি তার প্রকাশমাত্র। নমঃ নীলকণ্ঠ আশুেতাষ ভোলানাথতুমি অশুভের সংহারকর্তাতুমি তো রক্ষাকর্তাও বিশ্ব-ব্রহ্মাণ্ডেরনইলে পেত কি রক্ষা এই বিশাল সৃষ্টি?দেবতা ও অসুর কোন যুগে সমুদ্রমন্থনকালেমেতেছিল ভীষণ দ্বন্দ্বেতীব্র হলাহলের জ্বালা তুমি যদি না সহ্য করতে!নীলকণ্ঠ! তুমি—তুমিই এই সৃষ্টির রক্ষাকর্তা।তুমিই সব—তুমিই সবমন বলে মোর, এ পরম সত্য—সত্য শিব ও সুন্দর। পলি চৌধুরীগড়িয়া, কলকাতা-৭০০০৮৪
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
