বাংলার প্রত্ন-উপাদান অনুসন্ধানের নতুন পত্রিকা রক্তমৃত্তিকা। ‘রক্তমৃত্তিকা’
রক্তমৃত্তিকাসম্পাদক : তথাগত সেন ও রাজীব বনুপ্রকাশক : বাংলার পুরাতত্ত্ব প্রকাশনা১১৭, খান মহম্মদ রোড, সরশুনা, কলকাতা-৬১২২০.০০ বাংলার প্রত্ন-উপাদান অনুসন্ধানের নতুন পত্রিকা রক্তমৃত্তিকা। ‘রক্তমৃত্তিকা’ আসলে প্রাচীন বাংলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র ছিল, যা বর্তমান মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। ডঃ সুধীররঞ্জন দাসের তত্ত্বাবধানে ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের পরিচালনায় চৈনিক পরিব্রাজক হিউয়েন সাঙের বিবরণীতে পাওয়া ‘রক্তমৃত্তিকা’ বিহারটির বর্তমান অবস্থিতি সম্পর্কে জানা যায় ১৯৮২ সালে। অনুমান করা হয়, মহারাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ এই ‘রক্তমৃত্তিকা’ বিহারের কাছেই অবস্থিত ছিল। পত্রিকার প্রথম সংখ্যায় বারোটি সংক্ষিপ্ত প্রবন্ধের মাধ্যমে আমরা পরিচিত হই চেনা জগতের অচেনা নানান সংরূপের সঙ্গে। পত্রিকার শেষ ভাগে রয়েছে ‘প্রত্ন-সংবাদ’ ও ‘পত্রিকা পরিচিতি’ অংশ। অনুসন্ধিৎসু পাঠকের স্পর্শে ‘বাংলার পুরাতত্ত্ব গবেষণাকেন্দ্র’-এর এই ‘অক্ষরময় প্রয়াস’ আগামী দিনে আরো উজ্জ্বল হয়ে উঠবে।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in